এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের লক্ষ্যে মমতা মন্ত্রে দীক্ষিত হয়ে বিজেপিকে ছুঁড়ে ফেলতে আজ থেকেই বড়সড় পদক্ষেপ তৃণমূলের

একুশের লক্ষ্যে মমতা মন্ত্রে দীক্ষিত হয়ে বিজেপিকে ছুঁড়ে ফেলতে আজ থেকেই বড়সড় পদক্ষেপ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একুশে জুলাই ভার্চুয়াল সভা তো হবেই কিন্তু তারও আগে ময়দানে নেমে পড়ল তৃণমূল কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে আগামী 8 জুলাই রাজ্যজুড়ে তৃণমূলের সমস্ত নেতাকর্মী নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা দিয়েছেন যে প্ল্যাকার্ড নিয়ে এই সমস্ত কর্মীরা বিক্ষোভ দেখাবেন।

নির্দেশিকা আছে সমস্ত কর্মসূচির ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে কেউ যেন ফাঁকি দিতে না পারেন তার জন্যই এই ব্যবস্থা।
করণা আবহে একুশে জুলাই এর প্রস্তুতি কিন্তু একেবারেই মাঠে মারা গেছে বাস ভাড়া করা ট্রেন ভাড়া করা এসবের প্রস্তুতি কিন্তু এইবারে কিছু নেই তার কারণ এইবারের সভা সম্পূর্ণভাবে ভার্চুয়াল করা হবে।

তৃণমূল সুপ্রিমো নির্দেশ দিয়েছেন যাতে পরিবারের স্বামী স্ত্রী সন্তান সহ সকল সদস্যদের নিয়ে নেতাকর্মীরা নিজেদের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন।
সামনে 6 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বঞ্চনার প্রত্যেকটি ইস্যু নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাবেন
6 জুলাই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য নানা জায়গায় মিছিল করা হবে
7 জুলাই প্রতিটি স্টেশনের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল কর্মীরা
8 জুলাই নিজেদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাবেন নেতা ও কর্মীরা

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

9 জুলাই কয়লার বেসরকারিকরণ নিয়ে বিক্ষোভ দেখানো হবে
১০ জুলাই সমবায় ব্যাংকের কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে
দুটি শ্লোগান ঠিক করে দেয়া হয়েছে প্রথমটি হলো বাংলার বঞ্চনা তৃণমূল মানছে না এবং দ্বিতীয়টি হলো দেশের খাবে দেশের পড়বে স্বদেশকেই বিক্রি করবে

প্রসঙ্গত 21 জুলাইয়ে প্রতিটি বুথে শহীদ দিবস পালন করতে বলা হয়েছে ঠিক দুপুর দুটোর সময় তৃণমূল সুপ্রিমো অনলাইনে বক্তৃতা রাখবেন। সেই বক্তব্য প্রতিটি বুথের বড় স্ক্রিনে দেখানো হবে এবং সেই ছবি তুলে নেতৃত্ব কে পাঠাতে হবে যে প্রতিটি মানুষ সেই স্ক্রিনটি দেখছেন ।পূর্ব বর্ধমানের 4000 এবং পশ্চিম বর্ধমানের আড়াইহাজার বুথ রয়েছে, প্রতিটি ব্লকে প্রস্তুতি শুরু হয়েছে দলের সমস্ত নেতা-কর্মীদের এই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচি সফল করা কিন্তু তৃণমূলের কাছে একটি বিশাল বড় চ্যালেঞ্জ ।

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন 21 জুলাই উপলক্ষে মুখ্যমন্ত্রী যে একগুচ্ছ কর্মসূচির নির্দেশ দিয়েছেন সেটি সাফল্যমন্ডিত করার জন্য তারা জেলাজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর 8 তারিখের যে বিশেষ নির্দেশ দিয়েছেন এখানে সমস্ত নেতাকর্মীদের নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে হবে কেন্দ্রীয় বঞ্চনা আর প্রতি সেই বিক্ষোভ কর্মসূচি সফলভাবে পালন করার জন্য তিনি নিজেও ওইভাবে দাঁড়িয়ে নিজের বাড়ির সামনে বিক্ষোভ দেখাবেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!