এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মঞ্চে বিজেপিকে তুলাধোনা করে কর্মীদের মন জয় করলেন অভিষেক

একুশের মঞ্চে বিজেপিকে তুলাধোনা করে কর্মীদের মন জয় করলেন অভিষেক


রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের বার্ষিক সভার প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেও রাজনৈতিক মহল তাকিয়ে ছিলো তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে। এদিন মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের বক্তৃতায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দলের কর্মীদের জন্যে দু’টি স্লোগান বেঁধে দিলেন । তারমধ্যে একটি তৃণমূল কংগ্রেস দলের জন্যে অন্যটি গেরুয়া শিবিরের উদ্দেশ্যে। আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে তিনি বললেন, ”২০১৯, বিজেপি ফিনিশ।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

চলতি বছর পঞ্চায়েত নির্বাচনের আগেই ২০১৭ সালের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে যেভাবে সব জেলা পরিষদ জেতার অঙ্গীকার করেছিলেন সেই একই ভঙ্গিতে এই বারেও শহীদ দিবসের মঞ্চ থেকে লোকসভায় পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৪২টি আসন জেতার অঙ্গীকার করলেন। এরপরে এদিন চলতি সপ্তাহে মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে আয়োজিত কৃষকদের জন্যে জনসভার প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দ্বিতীয় স্লোগানটি উচ্চারিত করলেন। তিনি বললেন, ”আগে প্যান্ডেল সামলা, তার পর ভাববি বাংলা।” প্রসঙ্গতঃ গেরুয়া শিবির আয়োজিত সেদিনের জনসভায় শামিয়ানা ভেঙে পড়ে সভায় উপস্থিত বেশ কিছু সাধারণ মানুষ গুরুতর ভাবে আহত হন। তিনি যে সভার প্রধান বক্তা নন সেকথা উপস্থিত সকলে স্মরণ করিয়ে দিয়ে যুব সভাপতি বললেন, ”আমরা প্রতি বছর এই সভায় আসি দিকনির্দেশিকা নেব বলে। রাজনৈতিক কর্মী হিসেবে উপস্থিত হয়ে থাকি। তৃণমূলের কী কর্মসূচি হবে, নেত্রীর থেকে তার দিকনির্দেশ নেব বলে মুখিয়ে থাকি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!