দেখে নিন এক নজরে এখনো পর্যন্ত 21 জুলাই এর মঞ্চে কে কি বললেন কলকাতা রাজ্য July 21, 2018 “মোদি যেদিন গদিচ্যুত হবে, সে নতুন সূর্য উদয় হবে”. “মোদি একটা কথা রাখেনি, বাংলায় জাতপাতের রাজনীতি চলবে না। সুব্রত বক্সী বললেন একথা। “বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে” দাবি পার্থ চ্যাটার্জী। মমতা ব্যানার্জির সাত বছরের উন্নয়ন মানুষ মনে রাখছে। প্রত্যেকের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে। আর তাই যাকে এনেই (কেন্দ্রীয় বাহিনী ) ভোট করার না কেন মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। মমতা ব্যানার্জিকে কেউ আটকাতে পারবেনা। দাবি শুভেন্দু অধিকারীর আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। আপনার মতামত জানান -