এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টারের নকশা নিয়ে বড়সড় সিদ্ধান্ত তৃনমূলের, জেনে নিন

২১ জুলাইয়ের সমাবেশের পোস্টারের নকশা নিয়ে বড়সড় সিদ্ধান্ত তৃনমূলের, জেনে নিন

গত 1993 সালের 21 জুলাই “নো আইডেন্টিটি কার্ড, নো ভোট” এর দাবিতে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। আর সেই ঘটনায় পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। আর তারপর থেকেই প্রতিবার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে একুশে জুলাই দিনটিতে শহীদ দিবস পালন করে তৃণমূল।

আর প্রতিবার তার প্রস্তুতি হিসেবে ঢালাও ফ্লেক্স, ফেস্টুন ব্যবহার করা হয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াও তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি লাগানো হয়। কিন্তু এবার একুশে জুলাই তৃণমূলের সেই ফ্লেক্স ফেস্টুনের ক্ষেত্রেও নতুন ছবি চোখে পড়ছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তেমন ভাবে আর কোনো নেতা-নেত্রীর ছবি নেই তৃণমূলের সেই শহীদ দিবসের প্রচারের ফেস্টুনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে এবার দলের খুব একটা ভালো ফলাফল হয়নি। বাংলায় বিজেপির উত্থানও চিন্তা বাড়িয়েছে তৃণমূলকে। আর এই পরিস্থিতিতে দলের শৃঙ্খলাকে বৃদ্ধি করতে চাইছেন তৃণমূল নেত্রী।  এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “অভিন্ন পোস্টার দলের শৃঙ্খলার অঙ্গ। নকশা চূড়ান্ত করার আগে তা নেত্রীকে দেখিয়ে নেওয়া হয়। সেই অনুসারে এবার পোস্টারে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারও নাম রাখা হয়নি।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, আন্দোলন দেখেই তাকে ক্ষমতা এনেছেন সাধারণ মানুষ। কিন্তু ক্ষমতায় আসার পর যেভাবে তার ছবির সাথে সাথে আরও কিছু নেতার ছবি তৃণমূলের ফ্লেক্স, ফেস্টুন, ব্যানারে উঠে আসতে শুরু করেছে তা অনেক তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ মেনে নিতে পারেননি।

ফলে এবারে যখন দলের দুর্দিন চলছে, লোকসভা নির্বাচনে যখন দল অনেকটাই খারাপ ফলাফল করেছে, ঠিক তখন 21 শে জুলাই শহীদ সমাবেশ থেকেই নিজেদের ভুল শুধরে নিতে চায় তারা। আর তাই অন্য কোনো নেতা নেত্রী নয়, শুধুমাত্র দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ছবি দিয়েই একুশে জুলাইয়ের প্রচার সারতে চাইছে তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!