এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশে জুলাইয়ের জনসভায় যাওয়ার পথে কর্মীদের বাসে দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগের তীর বিজেপির দিকে

একুশে জুলাইয়ের জনসভায় যাওয়ার পথে কর্মীদের বাসে দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগের তীর বিজেপির দিকে

গতকালই বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে, তৃণমূল নেতারা কলকাতা যাওয়ার জন্য কাল রাস্তায় বেরোবেন। তাদের বাস আটকে আগে কাটমানির টাকা ফেরত চাইতে হবে। আমাদের কর্মীরা সঙ্গে থাকবেন। নেতারাটাকা ফেরত না দিলে ব্যাটাদের গ্রাম ছাড়া করতে হবে।

আর সেই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে সেই বিতর্কের রেশ মিটতে না মিটতেই বিজেপির বিরুদ্ধে একুশে জুলাইয়ের জনসভায় যাওয়ার পথে তৃণমূল কর্মীদের বাসে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠলো। জানা যাচ্ছে যে, হুগলির গুড়াপের কাছে কয়েকটি বাস ও গাড়িতে হামলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচও। এদিকে তৃণমূলের দাবি এর পিছনে হাত রয়েছে বিজেপির। বিজেপির কর্মীরাই এই তান্ডব চালিয়েছে। আর এর প্রতিবাদে বাস থামিয়ে চলছে বিক্ষোভ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ। পুলিশকে দেখেও তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তৃণমূল কর্মীরা , আপাতত পুলিশ অবস্থার সামাল দিচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!