এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২১ শে জুলাই তৃণমূলে নতুন চমক? সোশ্যাল মিডিয়ায় পোস্টে জোর জল্পনা!

২১ শে জুলাই তৃণমূলে নতুন চমক? সোশ্যাল মিডিয়ায় পোস্টে জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ তৃণমূলের 21 জুলাইয়ের অনুষ্ঠান। করোনা ভাইরাসের কারণে তা আর ধর্মতলায় হচ্ছে না। কিন্তু প্রতিবার 21 জুলাই তৃণমূলের সমাবেশে একটা না একটা চমক থাকে। প্রতিবার বিরোধীদল হোক বা সমাজের বিশিষ্টজনদের এই সভা থেকে যোগদান পর্ব সম্পন্ন হয়।

কিন্তু এবার কি সেরকম কোনো যোগদান হয় কি না, সেদিকে অবশ্যই নজর রয়েছে সকলের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। একাধিক মহল থেকে শোনা যাচ্ছে, তৃণমূল থেকে হেভিওয়েট এক নেতা, যিনি সবথেকে বড় প্রভাবশালী হয়ে বিজেপিতে ছাপ ফেলেছেন, সেই তিনি যোগ দিতে পারেন তৃনমূল কংগ্রেসে। আর তখন থেকেই প্রশ্ন তৈরি হয়েছে, কে যোগ দিচ্ছেন তৃনমূলে?

জানা গেছে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বেশ কিছু কর্মীরা এই ব্যাপারে পোস্ট করতে শুরু করেছেন। যেখানে এক ব্যাক্তি ফেসবুকে পোস্ট করেন যে, “আবারও একটা 21 জুলাই আবারও চমক দিতে তৈরি তৃণমূল কংগ্রেস? এবার নতুন কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে?” যার ফলে বাড়তে শুরু করেছে জল্পনা।

অনেকে বলছেন, কিছুদিন আগে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছিল যে, তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও সেভাবে কোনো গুরুত্ব পাচ্ছেন না মুকুল রায়। সম্প্রতি তাকে পদ দেওয়া হবে বলে দিল্লিতে নিয়ে যাওয়া হলেও, তিনি কোনো পদ পাননি। যার ফলে বাংলায় ফিরে এসে সেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধেও তেমনভাবে আগের মত করে সোচ্চার হতে দেখা যায়নি বঙ্গ বিজেপির চানক্যকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে তৃণমূলের একাংশ দাবি করেছিল, এবার মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন। তবে সেই ব্যাপারে অবশ্য প্রথম থেকেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছিলেন মুকুলবাবু। তিনি বলেছিলেন, “তিনি কি করবেন তা নিয়ে তৃণমূলকে ভাবতে হবে না।” কিন্তু তারপরেও এই বিষয়ে জল্পনা অব্যাহত ছিল। অনেকেই ঘনিষ্ঠ মহলে আলোচনা করতে শুরু করেছিলেন, তাহলে কি এবার বিজেপিতে মুকুল ঝরে গেল!

তৃণমূলের মুকুল আবার ফিরে আসতে চলেছে তৃণমূল কংগ্রেসে! এর জন্য অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অবশ্য আশাবাদী হয়ে একুশে জুলাইয়েই মুকুল রায়ের নতুন করে তৃণমূল কংগ্রেসের অভিষেক হবে বলে দাবি করতে শুরু করেছিলেন। পাশাপাশি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার জল্পনাও ক্রমশ বাড়তে শুরু করে।

এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কর্মী সমর্থকদের এই রকম পোস্ট এখন নতুন করে বিতর্ক এবং জল্পনা দুই বাড়াতে শুরু করল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃনমূল হোক বা বিজেপি প্রত্যেকেই চেষ্টা করছেন অন্য দল ভাঙতে। তাই তৃনমূল তাদের বাৎসরিক বড় কর্মসূচিতে এবার বড় চমক দিতে চলেছে বলে কর্মী মহলে গুঞ্জন চলছে।

আর যদি কর্মী মহলে এই গুঞ্জন শুরু হয়, তাহলে কোথাও একটা বাস্তবতা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একাংশের প্রশ্ন, তাহলে কি শীর্ষ নেতৃত্বের তরফে সংকেত পেয়েই এখন একুশে জুলাই বড় চমক হতে পারে বলে প্রচার করতে শুরু করেছেন তৃণমূলের নিচুতলার কর্মীসমর্থকরা? স

ত্যি সত্যিই কি এবার বড় চমক দেখা যাবে তৃণমূলের একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশে? গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয়, আদৌ কোন হেভিওয়েট নেতা 21 জুলাইয়ে তৃনমূলে যোগ দেন নাকি গোটাটাই অপপ্রচার! সেদিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!