এখন পড়ছেন
হোম > জাতীয় > ২১ সে জুলাইকে কেন্দ্র করেই কি দেশ দখলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল? কি বলছেন দলের মহাসচিব?

২১ সে জুলাইকে কেন্দ্র করেই কি দেশ দখলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল? কি বলছেন দলের মহাসচিব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাইকে কেন্দ্র করে দেশজুড়ে বিস্তারলাভ করবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিধানসভা নির্বাচনে বিপুল জয়লাভের পর এবার দেশ জয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তৃণমূলের। তাই দলের সংগঠনকে রাজ্যে রাজ্যে ছড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আর একাজ শুরু হয়েছে একুশে জুলাইকে দেশজুড়ে পালনের মাধ্যমে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গনমাধ্যমে জানালেন যে, তাঁদের ঢাকের কাঠি অনেক আগেই পড়ে গেছে। তাঁদের পাখির চোখ এখন ২০২৪ এর লোকসভা নির্বাচন। তিনি জানালেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেয়া দরকার, তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই এখন আর ঢাকে কাঠি পড়াই নয়, ঢাক বাজতে শুরু করে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, বাংলা নিয়ে তাঁদের চিন্তা নেই। এখন চিন্তা আছে তাঁদের দেশ নিয়ে। এতদিন বাংলা নিয়ে অনেকে বলেছিলেন যে, একুশে তৃণমূল হেরে গেছে। কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও তিনি যেভাবে তৃণমূলকে জয়যুক্ত করেছেন, তা ঐতিহাসিক। তৃণমূলের এই ঐতিহাসিক জয়কে এখন সমগ্র দেশের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

তিনি জানালেন, বাংলার ঐতিহ্য যেভাবে বজায় রাখতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়,ঠিক সেভাবে দেশের ঐতিহ্য, দেশকে ঐক্যবদ্ধ রাখা, সামগ্রিক মানুষের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, স্বাধীনতার পর এবারই প্রথম বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি বামফ্রন্ট ও কংগ্রেস। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বামফ্রন্ট ও কংগ্রেসের প্রতিনিধি শূন্য হয়ে যাওয়া গণতন্ত্রের জন্য একেবারেই সুখকর নয়।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে বিরোধী দলের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন এনসিপি নেতা শারদ পাওয়ার, কংগ্রেস নেতা পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং সহ একাধিক নেতৃত্ব। আবার, অকালি দল, সমাজবাদী পার্টির একাধিক নেতৃত্বও উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য। এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার জন্য অপেক্ষা করছে সারা দেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!