এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২১ জুলাই বিজেপিকে সব থেকে বড় ঝটকা দিতে চলেছে তৃণমূল? সেদিনই সবথেকে বড় প্রভাবশালীর ঘর ওয়াপসি?

২১ জুলাই বিজেপিকে সব থেকে বড় ঝটকা দিতে চলেছে তৃণমূল? সেদিনই সবথেকে বড় প্রভাবশালীর ঘর ওয়াপসি?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ –  –গোটা বছরে তৃণমূলের সবথেকে বড় কেন্দ্রীয় রাজনৈতিক সমাবেশের নাম একুশে জুলাই। 1993 সালের এই দিনটিতেই “নো আইডেন্টিটি কার্ড নো ভোটার” দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। যে ঘটনায় তৎকালীন সরকারের পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয় প্রায় 13 জন যুব কংগ্রেস কর্মীকে।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল গঠন করলেও, প্রতিবছর ধর্মতলা একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল যুব কংগ্রেস। তবে এবার করোনা ভাইরাসের কারণে তৃণমূলের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে না। মূলত বুথে বুথে দলের কর্মীদের শহীদ দিবস পালনের কথা বলে ভার্চুয়াল সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু কালের নিয়মে তৃণমূলের শহীদ দিবসে গত বেশ কিছু বছর ধরে চমক লক্ষ্য করা গেছে। যেখানে শহীদ দিবসের সেই মঞ্চে যেমন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে, ঠিক তেমনই বাংলার রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেওয়া বিভিন্ন রাজনীতিবিদ বিরোধী দল থেকে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

যা শাসকদলের কাছে রীতিমতো উজ্জীবিত হওয়ার কারণ হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু এবার ধর্মতলায় সেই সমাবেশ পালন না হওয়ায় ভার্চুয়ালিটিয মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেওয়ায় আদৌ সেরকম কোনো চমক থাকবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সক্রিয় নানা কর্মী দাবি করছেন, এবারেও সেরকম একটা জমকালো চমক থাকছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, এযাবৎকালে তৃণমূলের যে সমস্ত হেভিওয়েট নেতারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, তার মধ্যে সবথেকে প্রভাবশালী নেতা সেই একুশে জুলাইয়ে ফের যোগদান করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। ইতিমধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূলের এক বিধায়কের অনুগামীরা এই প্রচার বিভিন্ন জায়গায় করতে শুরু করেছেন। আর তাতেই রীতিমত জল্পনা ছড়িয়ে পড়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে অনেক হেভিওয়েট নেতা এসেছেন।

কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রভাবশালী নেতা একুশে জুলাইয়ের দিন তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে যে খবর রটতে শুরু করেছে, তা যদি সত্যি হয় তাহলে বাংলার রাজনীতিতে বড়সড় ভূমিকম্প হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে বিজেপির এক হেভিওয়েট নেতা একুশে জুলাইয়ের দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, একথা রটার সাথে সাথেই বিজেপির অন্দরেও তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

অনেকে বলছেন, যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অনেকটা চাপে পড়বে। পাশাপাশি তাদের ক্ষমতায় আসার স্বপ্ন দিবাস্বপ্নে পরিণত হবে। কিন্তু রাজনীতিতে নানা সময় নানা জল্পনা তৈরি হয়। ফলে এই ঘটনা কতটা সত্যি, তা একুশে জুলাইয়ের সভার দিনেই প্রমাণ হয়ে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের।

কিন্তু যেহেতু প্রতিবছর একুশে জুলাই একটা না একটা চমক থাকে দলবদলের, তাই এবারও বিজেপি ভাঙিয়ে সবথেকে প্রভাবশালী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া হেভিওয়েট নেতাকে সত্যি সত্যিই তৃণমূল নিজেদের দলে যোগদান করাতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!