এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২১ শে জুলাই উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি পূর্ব বর্ধমানে, কি জানাচ্ছেন তৃণমূল শীর্ষনেতারা?

২১ শে জুলাই উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি পূর্ব বর্ধমানে, কি জানাচ্ছেন তৃণমূল শীর্ষনেতারা?


রাহুল রায়, পূর্ব বর্ধমান: ২১ জুলাই দিনটি প্রতি বছর তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে শহীদ দিবস উপলক্ষ্যে পালন করা হয়। এবছর ইতিমধ্যেই রাজ্যজুড়ে ধর্মতলার সমাবেশকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। কাটোয়া ২ নং ব্লকে শ্রীবাটি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন, ফ্লেক্স, ব্যানার ও বাড়ি বাড়ি প্রচার চালানো হয়েছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কাটোয়ার বিধায়ক তথা পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কাটোয়া ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সুব্রত মজুমদার জানিয়েছেন, ২১ জুলাই আমাদের দলের শহীদ দিবস পালন করা হয়। সেই দিন কলকাতার ধর্মতলার শহীদ দিবস সমাবেশে প্রধান বক্তা মুখমন্ত্রী মমতা ব্যানার্জি। কাটোয়া থেকে এবছর কয়েক হাজার গ্ৰামবাসীরা ধর্মতলার সমাবেশে যোগ দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!