“২১৫ কেন, সব আসনই নিয়ে নিতে পারে” ২৬ এর নির্বাচন নিয়ে তৃণমূলকে আক্রমণ হেভিওয়েটের! কংগ্রেস তৃণমূল রাজনীতি রাজ্য February 27, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের দলীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলেই ২০২৬-এর নির্বাচনে ২১৫ বেশি আসন পেতে হবে বলে টার্গেট বেঁধে দিয়েছেন। আর সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে সব আসনই নিয়ে নিতে পারে বলে পাল্টা কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুধু তাই নয়, বাংলায় প্রকৃত অর্থে নির্বাচন হয় না বলেই দাবি করলেন তিনি। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওরা চাইলে ২৯৪ টা আসনই নিয়ে নিতে পারে। আমাদের তাতে কিছু যায় আসে না। বাংলায় কি আদৌ নির্বাচন হয়! বাংলায় প্রকৃত অর্থে নির্বাচন হয় না। বাংলায় নির্বাচন হয় হিন্দু মুসলিম, মন্দির মসজিদকে কেন্দ্র করে। বাংলায় অগ্রগতির প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে কখনও নির্বাচন হয় না।” আপনার মতামত জানান -