এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি যোগের জল্পনায় জল ঢেলে মমতা-অভিষেককে খুশি করে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের মন্ত্রী!

বিজেপি যোগের জল্পনায় জল ঢেলে মমতা-অভিষেককে খুশি করে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের মন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বাংলায় করোনা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিত্যদিন রেকর্ড হারে বেড়ে চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। অন্যদিকে দুর্নীতির সাথে সাথে বিরোধী শিবিরগুলি এবার প্রশাসনের বিরুদ্ধে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে না রাখতে পারার জন্য তুমুল আলোচনা চালাচ্ছে। আর এ ব্যাপারে অন্যদের থেকে এগিয়ে রয়েছে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি। প্রথম থেকেই গেরুয়া শিবির রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছে করোনা পরিস্থিতি নিয়ে।

তাঁদের অভিযোগ ছিল, রাজ্য সরকার করোনা টেস্টের চরম গাফিলতি করেছে। আর তার খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। অন্যদিকে 2021 এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বিরোধীদের অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন তৃণমূল শিবিরের হেভিওয়েট নেতারা। আর এই নিয়ে এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে বিভিন্ন কটাক্ষমূলক মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখার্জি। সম্প্রতি দিলীপ ঘোষ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন।

আর এ প্রসঙ্গেই এবার দিলীপ ঘোষকে আক্রমণ করলেন রাজ্য পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর কথায়, কোন কিছু না জেনে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন দিলীপ ঘোষ। করোনার বিরুদ্ধে প্রবল লড়াই চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে পঞ্চায়েত মন্ত্রীর আবেদন, অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করলে বাংলাকে অনেক ভালো অবস্থায় দেখতে পাওয়া যাবে করোনা পরিস্থিতির নিরিখে। সম্প্রতি তৃণমূল নেত্রীর নির্দেশ অনুযায়ী একুশে জুলাই শহীদ দিবসের আগে নিজের এলাকায় কো-অর্ডিনেটর সুদর্শনা মুখার্জির অফিসে ভিডিও কনফারেন্স করলেন সুব্রত মুখার্জি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখান থেকেই দলীয় কর্মীদের জন্য এবার সুব্রত মুখার্জীর নির্দেশ, ‘দল যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে কাজ করতে হবে।’ অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন সময় কটাক্ষ করে থাকেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর এদিন সেই নিয়েও রাজ্য বিজেপি সভাপতিকে একহাত নিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। তাঁর কথায়, যদি কেউ উদার মনোভাবাসম্পন্ন হয়ে সমাজের পাশে এসে দাঁড়ায়, তাহলে তাঁকে কথার তীরে বিদ্ধ করা যথেষ্ট অন্যায়।

অন্যদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগের অভিযোগ তুলে এদিন সুব্রত মুখার্জি বলেন, যেভাবে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি এবং সাংসদ হয়ে অত্যন্ত কুরুচিকর ভাষা প্রয়োগ করেন তা মোটেই শ্রবণযোগ্য নয়। অন্যদিকে সুব্রত মুখার্জী এদিন আরও অভিযোগ করেছেন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে। তাঁর কথায় রাজ্যের করোনা পরিস্থিতি বা আমফান পরিস্থিতি- কোনো সংকটের সময়েই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্যের পাশে দাঁড়ায়নি।

কিন্তু সে কথা বাংলার রাজ্য বিজেপি সভাপতি একবারের জন্যেও বলেননি। বর্তমানে একুশে জুলাই শহীদ দিবস পালনের আগে তৃণমূল শিবির বিভিন্ন এলাকায় দলীয় কাজকর্ম চালাচ্ছেন বলে জানা গেছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে সম্প্রতি বাঘাযতীনে তৃণমূল কর্মীরা মিছিল করেন। আর এই মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর বাপ্পাদিত্য দাশগুপ্ত। অন্যদিকে স্মিতা বক্সী ও তাঁর ছেলে সৌম্য বক্সী একুশে জুলাই এর ভিডিও কনফারেন্স যাতে সবাই দেখতে পায় তার জন্য জায়েন্ট স্ক্রিন লাগাচ্ছেন।

মোদ্দাকথা, একুশে জুলাই প্রত্যেকবারের মতো সভামঞ্চ গড়ে না হলেও বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়ালি এই কর্মীসভা যাতে সবার নজরে আসে তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশে জুলাই শহীদ দিবস দিনটি তৃণমূল শিবিরের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়। প্রতিবছর এই দিনেই দলনেত্রী এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। আর এবারে তো 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এটিই শেষ একুশে জুলাই। তাই এবার করোনা আবহে এই একুশে জুলাইকে ফলপ্রসূ করে তুলতে মরিয়া চেষ্টা তৃণমূল শিবিরের বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!