এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাইশ গজের দুনিয়া থেকে রাজনীতির অঙ্গনে কি পা রাখবেন সৌরভ ? জন্মদিনে জল্পনা বাড়ালেন ডোনা!

বাইশ গজের দুনিয়া থেকে রাজনীতির অঙ্গনে কি পা রাখবেন সৌরভ ? জন্মদিনে জল্পনা বাড়ালেন ডোনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজ তাঁর জন্মদিন। আর সেই জন্মদিনের দিনেই একসময় 22 গজ কাঁপানো বাংলার নয়নের মনি সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল। ক্রিকেট জগতে লর্ডসের মাঠে জামা ঘোরানো থেকে শুরু করে পরবর্তীতে দাদাগিরি, বিভিন্ন সময় বাঙালির প্রাণ মন জয় করে নিয়েছেন বেহালার ছেলেটা। বর্তমানে গোটা দেশের ক্রিকেট জগতের একদম শীর্ষ পদে রয়েছেন তিনি।

বলতে গেলে প্রকৃত বাঙালি এবং স্বচ্ছ মুখ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সর্বজনবিদিত। আর এহেন একজন ব্যক্তিত্ব 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারে বলে কিছুদিন আগেই জল্পনা ছড়িয়ে পড়েছিল। তবে সেভাবে এই ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায় বা বিজেপির তরফে তেমন কোনো বক্তব্য রাখা হয়নি।

তবে পরের বছর 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি রাজনৈতিক ময়দানে নামবেন কিনা, তা নিয়ে যখন নানা মহলে পারদ চড়ছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুললেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এদিন নিজের স্বামী যদি রাজনীতিতে নামেন, তাহলে তার ব্যাপক সাফল্য আসবে বলে দাবি করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ডোনাদেবী বলেন, “এখনও সৌরভ কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু ও যে পিচেই খেলুক না কেন, তাতেই সেরা হয়। হয়ত স্বাভাবিক অবস্থা থেকে শুরু করে কিন্তু ঠিক শীর্ষে পৌঁছয়। যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে আশা করছি, হি উইল ফিনিশ দ্য টপ।” আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে নামা নিয়ে যখন নানা মহলে জল্পনা চলছে, ঠিক তখনই তার সহধর্মিণীর মুখ থেকে এই ধরনের কথা শুনতে পাওয়ায় এখন তীব্র আশা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

তাহলে কি সত্যি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায় 2021 এ কোনো একটি রাজনৈতিক দলের মুখ হবেন? আর সেই রাজনৈতিক দলের নাম কি ভারতীয় জনতা পার্টি! নাকি রাজ্যের শাসকদলের ব্যাটিং করবেন তিনি? একাংশ বলছেন, কিছুদিন আগেই নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

তাই 2021 এ যে তিনি তৃণমূলের লড়াইয়ে নামবেন না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে যেহেতু তিনি সর্বভারতীয় ক্রিকেটজগতের একদম মাথায় রয়েছেন, সেদিক থেকে তার বিজেপি ঘনিষ্ঠতার কথাও উড়িয়ে দিচ্ছে না কেউ। আর এমত পরিস্থিতিতে এবার সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে তিনি একদম শীর্ষে পৌঁছে যাবেন বলে তার স্ত্রী যে দাবি করলেন, তাতে একটা জিনিস পরিষ্কার যে, বাংলার মহারাজ এবার রাজনীতিতে নামলেও নামতে পারেন।

কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। তাই তার তরফ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো বক্তব্য না পাওয়া গেলেও তার সহধর্মিণীর বক্তব্য থেকে তীব্র জল্পনা ছড়িয়ে পড়তে শুরু করেছে। এখন দেখার বিষয়, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট ময়দানের পাশাপাশি রাজনৈতিক ময়দানে কবে নামেন এবং একদম শীর্ষে কিভাবে পৌঁছে যান!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!