এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ২৪-এর আগেই মুখ থুবড়ে পড়ল বিরোধী মহাজোট, একা লড়াইয়ে সিদ্ধান্ত কংগ্রেসের!

২৪-এর আগেই মুখ থুবড়ে পড়ল বিরোধী মহাজোট, একা লড়াইয়ে সিদ্ধান্ত কংগ্রেসের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2024 এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সেদিক থেকে দেশের অন্যতম বিজেপি বিরোধী বড় দল হিসেবে পরিচিত কংগ্রেসের ভূমিকা কি হবে, তা নিয়ে নানা মহলে চর্চা হয়েছে। সামনেই দেশের মধ্যে নির্ণায়ক রাজ্য হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনে বিজেপি আশাবাদী, তারা আবারও একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। কিন্তু উত্তরপ্রদেশের অন্যতম রাজনৈতিক দল সমাজবাদী পার্টি থেকে শুরু করে বহুজন সমাজবাদী পার্টি এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করবে, নাকি জোটবদ্ধ হয়ে লড়বে, তার দিকে নজর ছিল সকলের।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে যদি সমস্ত বিজেপি বিরোধী দলগুলো একজোট হয়ে লড়াই করে, তাহলে আগামী দিনে লোকসভা নির্বাচনে দেশে যে বিজেপি বিরোধী মহাজোট বড় আকার নেবে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। কিন্তু সেই বিরোধী মহাজোটের ভাবনাকে বড়সড় ধাক্কা দিয়ে উত্তরপ্রদেশে একা লড়াই করার সিদ্ধান্ত নিল কংগ্রেস নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই কংগ্রেসের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিজেপি বিরোধী মহাজোটের ভাবনা একেবারে মুখ থুবড়ে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, 2022 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তারা এককভাবে লড়াই করবে। এক্ষেত্রে এখন থেকেই তার প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ শিবির করার চিন্তাভাবনা শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। যার প্রধান মুখ হিসেবে রাখা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। স্বাভাবিকভাবেই কংগ্রেসের পক্ষ থেকে উত্তরপ্রদেশ দখলের জন্য ব্লু প্রিন্ট সাজানোর অন্যতম কারিগর হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রাখা নিয়েও জল্পনা ক্রমশ বাড়ছে। তাহলে কি যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দাঁড় করানো হবে প্রিয়াঙ্কা গান্ধীকে? তবে বিরোধী মহাজোট নিয়ে যে এখন থেকেই বড়সড় সমস্যা সামনে চলে এল, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের একাংশ চাইছেন, 2024 এর লোকসভা নির্বাচনে যেখানে যে দল বেশি শক্তিশালী, সেখানে তারা বিরোধীদের পক্ষ থেকে প্রার্থী দেবে। এক্ষেত্রে বিজেপিকে চাপে ফেলা তাহলে অতি সহজেই সম্ভব হবে। কিন্তু উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন দিয়ে তার ট্রায়াল বিরোধীরা দিতে শুরু করবে বলেই মনে করা হয়েছিল। তবে সেই সম্ভাবনাকে কার্যত বিশবাঁও জলে ফেলে দিয়ে পৃথকভাবে লড়াই করার সিদ্ধান্ত নিল কংগ্রেস নেতৃত্ব।

যার জেরে আগামী দিনে কংগ্রেসকে ছাড়াই কি তাহলে বিরোধী মহাজোট তৈরি হবে, নাকি ভেঙে যাবে বিজেপি বিরোধী মহাজোটের ভাবনা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, উত্তরপ্রদেশে শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর গণনা বাক্স খোলা হলে কারা শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!