এখন পড়ছেন
হোম > রাজনীতি > ২৪-এর লক্ষ্যে কি এখন থেকেই ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজ শুরু মোদীর? বাদল অধিবেশনের সূচনার ছবিতে জল্পনা!

২৪-এর লক্ষ্যে কি এখন থেকেই ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজ শুরু মোদীর? বাদল অধিবেশনের সূচনার ছবিতে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2014 সালের পর 2019 সালে দ্বিতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় বসেছে ভারতীয় জনতা পার্টি। তবে 2019 সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর বিভিন্ন রকম অভিযোগ উঠতে দেখা গিয়েছে সেই বিজেপি সরকারের বিরুদ্ধে। যেখানে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। হাতে আর দুই বছর রয়েছে। তারপরেই আবার 2024 সালের লোকসভা নির্বাচন।

ইতিমধ্যেই বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এখন থেকেই বিজেপি সরকারের ওপর চাপ বাড়িয়ে কিভাবে 2024 সালে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে সরানো যায়, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। কখনও নরেন্দ্র মোদির ভাবমূর্তি নিয়ে, আবার কখনও বা সরকারের বিভিন্ন জনবিরোধী ইস্যু নিয়ে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী দলকে। তবে বাদল অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই কি নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে এগিয়ে এলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এক্ষেত্রে কিছুটা ভিন্ন ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রীকে। যা দেখে রীতিমত খুশি বিজেপি নেতা কর্মীরা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, সোমবার বাদল অধিবেশন শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। কিন্তু নিজে হাতেই বৃষ্টি আটকাতে ছাতা ধরে রেখেছেন তিনি। অর্থাৎ হেভিওয়েটদের ক্ষেত্রে নিরাপত্তারক্ষীরাই তাদের মাথার উপর ছাতা ধরে থাকেন। কিন্তু বৃষ্টি আটকাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী যেভাবে নিজে হাতেই সেই ছাতা ধরে রেখেছেন, তাতে তিনি জনসাধারণের কাছে বার্তা নিয়ে নিজের নরম মনোভাব পেশ করতে চাইলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়ে বিজেপির নেতা কর্মীরা বলার চেষ্টা করছেন, এটাই একজন দেশের রাষ্ট্রনায়কের পরিচয় হওয়া উচিত। যিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। সাধারণের মতো আচরণ করতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে একটি টুইট করতে দেখা গিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে। এদিন তিনি লেখেন, “দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনও কি এমন দৃশ্য দেখেছেন যে, বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী স্বয়ং ছাতা ধরে আছেন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নেতা নয়, উনি প্রতিটি ভারতবাসীর কাছে এখন আদর্শ, মোদীজীর কর্মঠ মনোভাব, সঠিক নেতৃত্ব ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ভারত মাতা কি জয়।”বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে বাদল অধিবেশন শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। পেট্রোল ডিজেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন বিরোধী দলের সাংসদরা। আগামী দিনে এই অধিবেশন যে আরও উত্তপ্ত হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

তাই এই পরিস্থিতিতে প্রথম দিনের অধিবেশন শেষে যেভাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় কার্যত নিজের হাতে ছাতা নিয়েই বৃষ্টি আটকাতে দেখা গেল প্রধানমন্ত্রীকে, তাতে দেশের নেতা এমনই হওয়া উচিত বলে পাল্টা এই ছবি ভাইরাল করে গর্ব অনুভব করতে শুরু করল বিজেপি নেতা-কর্মীরা। অর্থাৎ 2024 এর লোকসভা নির্বাচনের আগে নিজের ভাবমূর্তি রক্ষা করতে এবং জনসাধারণের মন পেতে নরেন্দ্র মোদীর এই নয়া কৌশল বলেই দাবি করতে শুরু করেছে সমালোচক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!