এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ২৪ ঘন্টা যেতে না যেতেই আবার উদ্ধার বোমা। পরিস্থিতি কি চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে?

২৪ ঘন্টা যেতে না যেতেই আবার উদ্ধার বোমা। পরিস্থিতি কি চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উদ্বেগ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়কে নিয়ে। গত রবিবার রাতে ভাঙ্গড় থেকে ২১ টি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। গতকাল রাতে আবার ভাঙ্গড় থেকে পাওয়া গেল ১৩ টি তাজা বোমা। যে স্থান থেকে রবিবার রাতে বোম পাওয়া গিয়েছিলো, গতকাল রাতে আবার সেখানেই পাওয়া গেল তাজা বোমা। পূর্বেও কয়েকবার ভাঙ্গড় থেকে বোমা পাওয়া গেছে। বারবার বোমা মেলায় উদ্বেগ বেড়েছে পুলিশ প্রশাসনের। পুলিশের অনুমান নির্বাচনে অশান্তি বাড়াতেই বোমা মজুতের কাজ চলছে এলাকাজুড়ে। তবে কে? বা কারা? এর সঙ্গে জড়িত, তা এখনো পুলিশের কাছে অধরা।

গোপন সূত্রে খবর পেয়ে, গত রবিবার গভীর রাতে ভাঙ্গড়ের কাশিপুর থানা এলাকার চালতাবেড়িয়াতে পুলিশের অভিযান চলে। সেসময় চালতাবেড়িয়ার একটি বাঁশবাগান থেকে ২১ টি তাজা বোমার সন্ধান পায় পুলিশ। জানা যায়, বাঁশ পাতা দিয়ে বোমা-গুলি লুকিয়ে রাখা হয়েছিল। এক সঙ্গে এত বোমা মেলায়, এক আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকাজুড়ে। এরপর গতকাল রাতে আবার গোপন সূত্রে খবর পেয়ে এই এলাকাতেই পুলিশের টহল চলে। গতকাল রাতে খালপাড়ে একটি বস্তা থেকে ১৩ টি তাজা বোমা উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ।

অর্থাৎ একদিনের মাথায় একই স্থান থেকে বার বার উদ্ধার হচ্ছে বোমা। এই ঘটনা পুলিশের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। এদিকে কে বা কারা? এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনো জানতে পারেনি পুলিশ। তবে পুলিশের অনুমান ভোটের আগে অশান্তি ছড়ানোর কারনেই এই বোমা মজুতের কাজ চলছে। প্রসঙ্গত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই ভাঙ্গড়কে নিয়ে বারবার অশান্তি বারছে। বাম কংগ্রেসের বিগ্রেডের দিনে ভাঙ্গরে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বাঁধে। সেদিন একটি পঞ্চায়েত অফিসে ব্যাপক ভাঙচুর চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ভাঙ্গরে আব্বাস সিদ্দিকীর এক সমর্থকের বাড়ি থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে আসে। ভাঙড়ের কাজদিয়ায় আব্বাস সিদ্দিকীর তিনজন সমর্থককে পুলিশ গ্রেপ্তারও করে। আবার গত ৯ ই মার্চ ভাঙড়ের কাশীপুরের পাকাপোল এলাকার এক বাঁশবাগান থেকে ১৭০ টি বোমা উদ্ধার করা হয়। কেন্দ্রীয় বাহিনী, বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা একযোগে তল্লাশি চালান সেদিন। আবার, সিআইডির বম্ব স্কোয়াডের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেসময় এই ঘটনার জন্য আইএসএফকে দায়ী করা হয়েছিল। ভগবানপুরের তৃণমূল সভাপতি ইব্রাহিম মোল্লা জানিয়েছিলেন যে, সিপিএম এতদিন নিষ্ক্রিয় ছিল। এখন সিপিএম আইএসএফকে দিয়ে এই সমস্ত কাজ করছে। নির্বাচনের আগে গন্ডগোল বাধাতে বোমা মজুত করছে। তবে, এই ঘটনায় সেসময় তৃণমুলকেই অভিযুক্ত করেছিল বিজেপি।

এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব) বিজেপি সভাপতি সুনীপ দাস জানিয়েছিলেন যে, তৃণমূল সবসময় এরকম করে থাকে। এর আগেও এমন করেছে। তৃণমূলের লোকেরাই এই সমস্ত কাজ করছে। নির্বাচন কমিশনকে তাঁরা বিষয়টি জানাবেন। এ ঘটনার পর পরপর দু’দিন ভাঙ্গড় থেকে উদ্ধার হলো বোমা। যার ফলে বাড়ছে তীব্র উদ্বেগ পুলিশ ও প্রশাসনের। সেইসাথে প্রশ্ন উঠেছে, ভাঙ্গড় কি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!