এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > 24 ঘন্টা প্রচার করতে পারবেন না দিলীপ ঘোষ, তৃণমূলের অভিযোগে সীলমোহর কমিশনের!

24 ঘন্টা প্রচার করতে পারবেন না দিলীপ ঘোষ, তৃণমূলের অভিযোগে সীলমোহর কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্ররোচনামূলক মন্তব্য করার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার প্রক্রিয়া থেকে 24 ঘন্টা বাদ রাখার পরেই তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল কমিশনের ভূমিকা নিয়ে। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচন কমিশন বিজেপির কথা মত কাজ করছে। এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বিতর্কিত মন্তব্য করলেও, কেন তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও তোলা হয়েছিল প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে যখন রাজনৈতিক মহলে তৃণমূলের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে, ঠিক তখনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জানা গেছে, এবার দিলীপ ঘোষের প্রচারের ওপর 24 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

যেখানে শীতলকুচির ঘটনা নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে প্রচারের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আর কমিশনের পক্ষ থেকে দিলীপ ঘোষের প্রচারের উপর 24 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করার পরেই উজ্জীবিত তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, শীতলকুচি কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আর তারপরেই সেই দিলীপ ঘোষকে কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয়। তবে সেই শোকজের জবাব দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু তার সেই জবাবে সন্তুষ্ট না হওয়ার কারণে এবার তার প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল নির্বাচন কমিশন। জানা গেছে, 15 এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে 16 এপ্রিল সন্ধ্যে সাতটা পর্যন্ত কোনো প্রচার করতে পারবেন না বিজেপির রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলেছেন, এতদিন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার প্রক্রিয়ায় 24 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করা হলেও, কেন বিজেপির নেতারা যখন বিতর্কিত মন্তব্য করছেন, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না! তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তৃণমূলের নেতা নেত্রীদের। এমনকি প্রকাশ্য সভায় এই ব্যাপারে প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে এবার কমিশন নিজের নিরপেক্ষতা বজায় রেখে শীতলকুচির ঘটনা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করা দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বিজেপির রাজ্য সভাপতির ক্ষেত্রেও 24 ঘন্টা প্রচার প্রক্রিয়া নিষিদ্ধ করে কমিশন বুঝিয়ে দিল, তারা নিরপেক্ষভাবে কাজ করছে। আর দিলীপ ঘোষের ক্ষেত্রে কমিশনের এই কড়া সিদ্ধান্তে তৃণমূল যে কিছুটা হলেও খুশি, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!