এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহেই আজ দেশজুড়ে বড়সড় ভাগ্য পরীক্ষা বিজেপির! নির্বাচনী আবহে চড়ছে জল্পনার পারদ

করোনা আবহেই আজ দেশজুড়ে বড়সড় ভাগ্য পরীক্ষা বিজেপির! নির্বাচনী আবহে চড়ছে জল্পনার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যে অবশেষে আজ দেশজুড়ে হতে চলেছে থমকে থাকা ২৪ টি রাজ্যসভা আসনের ভোটগ্রহণ। ফলে, জল্পনার পারদ চড়ছে গুজরাট থেকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ – গোটা দেশ জুড়েই। এই ২৪ টি আসনের মধ্যে ১৮টি আসনের নির্বাচন হওয়ার কথা ছিল গত মার্চ মাসে, কিন্তু করোনা আবহে তা স্থগিত হয়ে যায়। এছাড়াও, জুন বা জুলাই মাসে অবসর নিতে চলা আরও ৬ আসনের নির্বাচনও আজ হয়ে যেতে চলেছে।

এই ২৪ টি আসনের মধ্যে – কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও গুজরাতে ৪ টি করে আসনে ভোট হতে চলেছে। তিনটি করে আসন মধ্যপ্রদেশ ও রাজস্থানের, দুটি আসন ঝাড়খণ্ডের এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের একটি করে আসনের নির্বাচন হতে চলেছে। এর মধ্যে নিঃসন্দেহে সকলের চোখ থাকতে চলেছে কর্ণাটক, মধ্যপ্রদেশ ও গুজরাটের দিকে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া, বিকাল ৫টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকের নির্বাচনে থাকতে চলেছে একাধিক হেভিওয়েটের নাম। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – মধ্যপ্রদেশে বিজেপির টিকিটে লড়তে চলা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কংগ্রেসের টিকিটে লড়তে চলা দ্বিগ্বিজয় সিং। কর্ণাটক থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং ঝাড়খন্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবু সোরেন। আর গুজরাট থেকে হেভিওয়েট বিজেপি নেতা নরহরি আমিন।

তবে, সবার নজর আপাতত গুজরাটের দিকে। সেখানে ৪ টি আসনের জন্য জমা পড়েছে ৫ টি নাম। বিজেপির তিনজন প্রার্থী হলেন অভয় ভরদ্বাজ, রামিলাবেন বারা এবং নরহরি আমিন। বিপরীতে কংগ্রেসের দুইজন প্রার্থী হলেন শক্তি সিং গোহিল এবং ভরত সিং সোলাঙ্কি। সেখানে, ইতিমধ্যেই বিধায়ক কেনাবেচার অভিযোগে উঠেছে ঝড়। গুজরাটে কি সফল হবে অপারেশন কমল নাকি শেষ হাসি হাসবে কংগ্রেসই? সেদিকেই আপাতত নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!