এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ২৬ সেপ্টেম্বর বন্‌ধ হবে না স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

২৬ সেপ্টেম্বর বন্‌ধ হবে না স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর


ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর ১২ঘন্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু বনধের তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়| শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দিকে আঙ্গুলও তুললেন মুখ্যমন্ত্রী| বিজেপি দাঙ্গা বাঁধানের জন্য মহরমের আগের দিন বাইরে থেকে গুণ্ডা আনিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত স্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং মৃত্যু হয় তিন জনের| এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে মানুষ খুনের রাজনীতি করছে বিজেপি। অসম থেকে বিহার থেকে লোক এনে বাংলায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ মমতার| ইসলামপুরে যে গণ্ডগোল হয়েছে সেটায় বহিরাগতরা করেছে কারণ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পুলিসের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়নি বলে জানালেন তিনি| তিনি আরো বলেন কোন শিক্ষক স্কুলে নিয়োগ হবে তা নিয়ে ছাত্রছাত্রীদের কিছু বলার থাকতে পারে না, সেটা বলবেন শিক্ষকরা, গভর্নিংবডি। সুতরাং এই ঘটনার আঙ্গুল উঠছে বহিরাগতদের দিকেই| মুখে গামছা বেঁধে বহিরাগতরা গুলি চালিয়েছিল বলেই দাবি জানালো মুখ্যমন্ত্রী|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদে গত শুক্রবার বিজেপির ডাকে বনধ পালন করেছে উত্তর দিনাজপুর| কিন্তু আগামী বুধবারের বনধ কোনো মতেই পালন করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী| পুলিস প্রশাসনকে শান্তিপূর্ণ ভাবে বন্‌ধ মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যবাসীকে এদিন কোনও প্ররোচনায় পা না দিয়ে বিজেপির ডাকা বন্‌ধ ব্যর্থ করার আহ্বান জানিয়েছেন তিনি। সব স্কুল কলেজে পরীক্ষা চলছে এখন সুতরাং কোনওভাবেই বন্‌ধ বরদাস্ত করবে না রাজ্যরকার| বিজেপির মন্তব্য উগ্রপন্থার থেকেও খারাপ বলে অভিযোগ করেছেন তিনি। এই বনধের প্রতিবাদে তিনি বলেন মোদির ব্যর্থতা থেকে নজর ঘোরানোর জন্য এই সব কাজ করছে বিজেপি। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বিজেপিকে জানিয়ে দিয়েছেন যে “আগুন নিয়ে খেলবেন না, আগে দিল্লি সামলান পরে বাংলা দেখবেন|”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!