২৬ এর আগেই হবে বিধানসভা নির্বাচন? ফলাফল প্রকাশের দিনেই বড় তথ্য ফাঁস! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 14, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে তৃণমূলের জয়জয়কার। কিন্তু এত কিছুর পরেও বিজেপি মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য একটি তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন। যেখানে তৃণমূলের এই ফলাফল সম্পর্কে বলতে গিয়ে তিনি দাবি করেছেন যে, 26 এর আগেই হবে রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু কোন সমীকরণে বারবার করে এত জোর দিয়ে এই নির্বাচন এগিয়ে আসার কথা বলছেন এই বিজেপি নেতা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “২৬ শে ভোট হবে না।তার আগেই বাংলার মানুষ নতুন সরকার পাবে।” আর এখানেই প্রশ্ন যে, তাহলে কি সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল সরকার? নাকি অর্থনৈতিক ভাবে এই রাজ্য ভেঙে পড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই রাজ্যের শাসনভার ছেড়ে দেবেন? যদিও বা এইসব কারণের কোনো কথাই উল্লেখ করেননি বিজেপি নেতা। তবে তার এই কথা যদি বাস্তব হয়, তাহলে তার পেছনে একটা বড় কারণ রয়েছে। আর সেই কারণ কি, তার রহস্য উন্মোচনেই ব্যস্ত গোটা রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -