এখন পড়ছেন
হোম > রাজ্য > ২রা মে থেকে গরমের ছুটি ঘোষণা হলেও স্কুল চালু রাখছে এই সবস্কুল কর্তৃপক্ষ !

২রা মে থেকে গরমের ছুটি ঘোষণা হলেও স্কুল চালু রাখছে এই সবস্কুল কর্তৃপক্ষ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচন্ড গ্রীষ্মের মাত্রারিক্ত তাপদাহ তাপমাত্রা । রাজ্য পুড়ছে গরমে , তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠছে বঙ্গবাসী যেখানে দক্ষিণবঙ্গের প্রচন্ড সূর্যের তাপে ক্লান্ত হয়ে অপেক্ষায় রয়েছে  বৃষ্টির জন্য । আরে এমতো পরিস্থিতি দেখা যাচ্ছে যে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই প্রথমত মর্নিং স্কুলের কথা ভাবলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত কে খন্ডন করে গরমের ছুটি কে এগিয়ে এনে আগামী মে মাসের ২ তারিখ থেকে সমস্ত সরকারি ও বে সরকারি স্কুলের জন্য  গরমের ছুটির ঘোষণা করেছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

যদিও রাজ্যের দুই প্রান্তে অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা ফারাক যেখানে দক্ষিণবঙ্গে একেবারে খরা হেলেও উত্তরবঙ্গে মাঝে মাঝে বেশ কিছু বৃষ্টির খবর মিলেছে । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই ছুটি সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে দিতে  বলেও তবুও বেশ কিছু বেসরকারি স্কুল এই ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ নি । কতিপয় কিছু স্কুল ছুটি দিতে নারাজ অর্থাৎ তারা এই গরমের ছুটি দিচ্ছে না , তারা  পূর্ব নির্ধারিত সূচী মেনেই গরমের ছুটি দেবে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর জানা যাচ্ছে যে সমস্ত স্কুল আপাতত গরমের ছুটি দিতে অনিচ্ছুক তারা সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করে ক্লাস চালাবে বলে অভিমত পোষণ করেছে ।যদিও কিছু স্কুল অবশ্য জানিয়েছে, ২ মে থেকেই ছুটি দিচ্ছে তারা তবে যে ক’দিন গরমের ছুটি এগিয়ে আনা হল, সেই ক’দিন অনলাইন ক্লাস চলবে বলে জানা যায় । এর মধ্যে  সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, তাঁদের স্কুল পূর্ব-নির্ধারিত সূচি মেনেই চলবে।

শ্রী শিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্যও জানান, এখনই গরমের ছুটি দিচ্ছেন না তাঁরা। প্রাতর্বিভাগের সময় কমবে। সঙ্গে চলবে অনলাইন ক্লাসও। হেরিটেজ স্কুলের অধ্যক্ষা সীমা সাপ্রুও জানান ২ তারিখ গরমের ছুটি পড়ছে না। তবে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রাতর্বিভাগের সময় এগিয়ে আনা হবে। বাকি শ্রেণিরও সময় কমবে। সীমা বলেন, ‘আমাদের স্কুলবাস এসি। তাই সমস্যা নেই। তবে ক্লাসরুম এসি নয়। প্রতিটি ক্লাসে লেবুর জল এবং ওআরএস থাকছে।’

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!