এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভার ভরাডুবি ভুলে, সংগঠনকে আরও মজবুত করতে নতুন পদ পেলেন ৩ তৃণমূল নেতা

লোকসভার ভরাডুবি ভুলে, সংগঠনকে আরও মজবুত করতে নতুন পদ পেলেন ৩ তৃণমূল নেতা

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে, গোটা রাজ্যজুড়েই নিজেদের সংগঠন ও ভোটব্যাঙ্ক ক্রমশ বাড়িয়ে গিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু ক্ষমতায় আসার ৮ বছরের মাথায় গিয়ে প্রথম ধাক্কাটা খেতে হল তাদের। লোকসভা নির্বাচনে ৪২-এ-৪২ করার আশা নিয়ে নির্বাচনী-যুদ্ধে নেমে ২২ আসন পেয়ে থামতে হয়েছে তাদের।

শুধু তাই নয়, উত্তর থেকে শুরু করে এসে প্রথম খাতা খোলা গেছে, ৮ লোকসভা আসন পেরিয়ে তবে! স্বাভাবিকভাবেই, গোষ্ঠীদ্বন্দ্বের পাশাপাশি সংগঠনের ফাঁক-ফোঁকর এই বিপর্যয়ের বড় কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আর তাই লোকসভার ভরাডুবি যাতে বিধানসভায় না পরে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর, তারই অঙ্গ হিসাবে বালুরঘাট বিধানসভার তিনটি পঞ্চায়েতে অঞ্চল সভাপতি পরিবর্তন করল শাসকদল। স্থানীয় সূত্রের খবর, বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছেন তরুণ চক্রবর্তী, অমৃতখণ্ড অঞ্চলের দায়িত্বে এসেছেন দেবদূত বর্মন এবং চিঙ্গিশপুর অঞ্চলের সভাপতি করা হয়েছে মহিলা নেত্রী কবিতা মাহাতকে।

তৃণমূল সূত্রে জানা গেছে, ব্লকের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক বিভাস চট্টোপাধ্যায় নতুন অঞ্চল সভাপতিদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আরও তৃণমূলস্তরে গিয়ে বুথ কমিটিগুলিকে শক্তিশালী করে প্রচারে ঝড় তুলতেই এই পরিবর্তন বলে জানানো হয়েছে। নতুন সভাপতিদের হাত ধরে লোকসভার খারাপ ফল ঝেড়ে ফেলে বিধানসভায় বাজিমাত করার ভাবনায় ঘাসফুল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!