এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় নিজামুদ্দিন যোগ, চিহ্নিত প্রায় ৩০০ জনকে রাজারহাটের হজ হাউসে কোয়ারেন্টাইনে

বাংলায় নিজামুদ্দিন যোগ, চিহ্নিত প্রায় ৩০০ জনকে রাজারহাটের হজ হাউসে কোয়ারেন্টাইনে


সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন পদ্ধতি প্রয়োগ করে অনেকটাই আয়ত্তে আনা গিয়েছিল গোটা পরিস্থিতি। কিন্তু উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চেপে অস্বস্তি বাড়িয়েছে নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ। যে সমাবেশে দেশের প্রায় প্রতিটি রাজ্যের মানুষেরা যেমন উপস্থিত ছিলেন, ঠিক তেমনই উপস্থিত ছিলেন বিদেশি ধর্মপ্রচারকরা। আর সেখান থেকেই করোনা ভাইরাস আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে শুরু করে।

সরকারের পক্ষ থেকে বারবার জমায়েত না করার কথা বলা হলেও, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিপদ ডেকে আনে নিজামুদ্দিনের ধর্মীয় সভা। তবে এতদিন এই সভা ভারতবর্ষ এবং অন্যান্য রাজ্যকে চিন্তায় ফেলে দিলেও, বাংলা খালি অপেক্ষা করছিল, কবে তাদেরকেও এই নিজামুদ্দিনের সভায় যোগ দেওয়া বাসিন্দারা চিন্তায় ফেলবেন। অবশেষে এল সেই সময়। এবার দুশ্চিন্তা বাড়তে শুরু করল বাংলার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, নিজামুদ্দিনে সভায় যোগ দেওয়া প্রায় তিনশো তিন জনকে চিহ্নিত করে রাজারহাটের হজ হাউসে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিল রাজ্য সরকার। যার মধ্যে রয়েছেন 12 জন মহিলা। তবে 303 জন ব্যক্তিই পশ্চিমবঙ্গের নয়, এরমধ্যে 195 জন এই রাজ্যের বাসিন্দা। বাকি 108 জন রয়েছেন বিদেশি ধর্মপ্রচারক। তবে চিন্তার কারণ, 195 জন এই রাজ্যের বাসিন্দাকে নিয়ে।

জানা গেছে, এদের মধ্যে বেশিরভাগই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। বস্তুত, নিজামুদ্দিনের এই ধর্মসভার পরে কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, তা নিয়ে তৈরি হয়েছিল চাপানউতোর। তবে বেশ কিছু ক্ষেত্রে কিছু মানুষের সমাবেশে যোগ দেওয়া সত্বেও, তারা তা স্বীকার করেছিলেন না।

যার ফলে মোবাইল নাম্বার ধরে ধরে একটি বড় তালিকা রাজ্যগুলিকে পাঠিয়ে দেওয়া হয়। আর সেই তালিকার ভিত্তিতেই রাজ্যগুলো এখন ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গের কোয়ারেন্টাইন সংখ্যা নিজামউদ্দিন থেকে ফেরা ব্যক্তিদের 303 হয়ে যাওয়ায় চিন্তা ক্রমশই বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!