এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > EXCLUSIVE – বাংলা থেকে মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন ২ পূর্ণমন্ত্রী সহ আরও ৪ সাংসদ

EXCLUSIVE – বাংলা থেকে মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন ২ পূর্ণমন্ত্রী সহ আরও ৪ সাংসদ


লোকসভা নির্বাচনের প্রচারে যখন বাংলার আকাশে নরেন্দ্র মোদী আর অমিত শাহের হেলিকপ্টার চক্কর লাগাচ্ছিল – তখন গেরুয়া শিবির দাবি তুলেছিল ‘সোনার বাংলার’ পুনঃপ্রতিষ্ঠার জন্য বিজেপিকে দুহাত ভোরে ভোট দিন। বাংলার আমজনতা শুনেছিল সে কথা – বাংলা থেকে এক লপ্তে ১৮ জন বিজেপি সাংসদকে দিল্লি পাঠিয়েছিল তারা। কিন্তু, এতজন সাংসদ পাঠানো হলেও দ্বিতীয় মোদী মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসাবে ঠাঁই হয় নি কারোরই।

সান্ত্বনা পুরস্কারের মত জুটেছিল দুই উপমন্ত্রীর পদ। আসানসোলের দুবারের সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জ থেকে প্রথমবারের জন্য সাংসদ হওয়া দেবশ্রী চৌধুরীকে মন্ত্রীসভায় নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। আর তারপরেই বাংলায় বিরোধীরা আওয়াজ তুলতে শুরু করেন – বাংলাকে তীব্র বঞ্চনা করছে গেরুয়া শিবির। কেন ৪২ সাংসদের রাজ্য থেকে এতজন প্রতিনিধি পেয়েও আরও বেশি সংখ্যক মন্ত্রীত্ব দেওয়া হল না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার দ্বিতীয় মোদী মন্ত্রীসভার ১ বছর পূর্ণ হতেই, কেন্দ্রীয় মন্ত্রীসভায় বড়সড় রদবদলের খবর সামনে এল। যদিও করোনা আবহে এখনই এই নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা নেই, কিন্তু গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এবার মোদী মন্ত্রীসভায় বাংলার প্রতিনিধিত্ব ব্যাপকহারে বাড়তে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রীসভায় ২ জন পূর্ণমন্ত্রী সহ আরও মোট ৪ জন ঠাঁই পেতে চলেছেন। কিন্তু প্রশ্ন উঠছে – কোন কোন সাংসদের ভাগ্যে শিকে ছিড়তে চলেছে।

প্রথমেই, যে নামটি শোনা যাচ্ছে, তিনি হলেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী-অমিত শাহের অন্যতম ‘ব্লু আয়েড ম্যান’ তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত। স্বপনবাবুকে পূর্ণমন্ত্রী হিসাবে চাইছেন স্বয়ং প্রধানমন্ত্রী বলে জল্পনা। এছাড়াও নাম উঠছে ডাঃ জয়ন্ত রায়, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায় ও ডাঃ সুভাষ সরকারের। এই ৪ জনের মধ্যে অন্তত ২ জন মন্ত্রীসভায় ঠাঁই পেতে পারেন বলে শোনা যাচ্ছে। গেরুয়া শিবিরের আরেকটি অংশ চাইছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে, কিন্তু তিনি বাংলায় যেভাবে সংগঠন বিস্তার করছেন, তাতে অমিত শাহ নাকি তাঁকে সেই কাজেই বেশি করে চাইছেন।

লোকসভা নির্বাচনের আগে, গোটা বাংলা জুড়ে যেভাবে তিনি প্রচারে ঝড় তুলেছিলেন, ঠিক সেইভাবেই বিধানসভা নির্বাচনের আগেও তিনি প্রচার চালিয়ে যান চাইছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। এর পাশাপাশিই সঙ্ঘ ঘনিষ্ঠ আর এক বুদ্ধিজীবী মুখকে রাজ্যসভায় নিয়ে এসে মন্ত্রীত্ব দেওয়া নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে, মোদী মন্ত্রীসভার সম্প্রসারণে এবার বড়সড় ভূমিকা থাকতে চলেছে বাংলার বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!