এখন পড়ছেন
হোম > রাজ্য > ৪২ এ ৪২ করার লক্ষ্যে ঘুঁটি সাজিয়ে ফেললেন তৃণমূল নেত্রী

৪২ এ ৪২ করার লক্ষ্যে ঘুঁটি সাজিয়ে ফেললেন তৃণমূল নেত্রী


বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে সারা ভারতবর্ষের মতো বাংলাতেও তার প্রস্তুতি তুঙ্গে। মহাযুদ্ধ নগয়ে তৎপরতা শুরু হয়ে গেছে শাসক-বিরোধী দুই শিবিরেই। একদিকে বাংলায় যখন রথ ছোটানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি, অন্যদিকে তখন বসে নেই তৃণমূলও। ১৯-এর ব্রিগেড সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি সেইসঙ্গে ২০১৯-এর লক্ষ্যে সাংগঠনিক প্রস্ততিও চালাচ্ছেন এখন থেকেই পুরোদমে। প্রতিটি কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ৪২টি পৃথক কমিটি। তৃণমূল এবার লোকসভায় টার্গেট করেছে ৪২-এ ৪২। অন্যদিকে, সেই একই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপিও। আসন্ন লোকসভায় বিরোধীশূন্য করাই এখন তৃণমূলের মূল লক্ষ্য।আর সেই লক্ষ্যকে সামনে লোকসভাওয়াড়ি কমিটি গোরে লড়াইয়ের ময়দানে নামছে রাজ্যের শাসক দল।

ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৪২ লোকসভা কেন্দ্রের জন্য ৪২টি কমিটি গঠন করে দিয়েছে। প্রতি কমিটিতেই চেয়ারম্যান ছাড়াও রাখা হয়েছে একজন আহ্বায়ক। লোকসভা কেন্দ্রের নেতাদের নিয়ে এই কমিটিকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। প্রয়োজনে কমিটির সদস্যসংখ্যা বাড়ানো যেতে পারে বলে জানিয়ে দিয়েছে নেতৃত্ব। সাধারণভাবে এলাকার বর্তমান সাংসদকেই চেয়ারম্যান করা হয়েছে কমিটির।কিন্তু যে সমস্ত কেন্দ্রে সাংসদ নেই সেখানে কি হয়েছে?

সেই সমস্ত কেন্দ্রের বিশিষ্ট নেতাকেই চেয়ারম্যানের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আহ্বায়ক স্থির হয়ে গিয়েছিল পুজোর আগেই। এখন কমিটিগুলিকে পূর্ণ রূপ দেওয়ার কাজ চলছে। লোকসভাওয়াড়ি সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিটিগুলির মূল কাজ হবে সংশ্লিষ্ট লোকসভায় সংগঠনে জোর দেওয়া ও লোকসভা এলাকায় প্রচার করা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি একইসঙ্গে ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশের জন্য লোক জমায়েত করাও হবে এই কমিটির দায়িত্ব। দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার সভার আয়োজন সবই নির্ধারণ করবে এই কমিটি। ইতিমধ্যেই দমদম লোকসভা কেন্দ্রের প্রস্তুতি কমিটি তৈরি হয়ে গিয়েছে। এই কেন্দ্রের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন এলাকার সাংসদ সৌগত রায়। আহ্বায়ক করা হয়েছে তাপস রায়, ব্রাত্য বসু, মদন মিত্র, পূর্ণেন্দু বসুকে। এখন চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে ওই কমিটির সদস্যসংখ্যা বাড়ানোর কাজ চলছে। এরপর আসনওয়ারী ৪২ টি লোকসভা কেন্দ্রেই এই কমেটি গঠিত হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!