এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ৪৩ বছর ধরে বামেদের ‘দুর্জয় ঘাঁটিতে’ এবার ঘাস না পদ্ম, ফুটবে কোন ফুল সেটাই লাখ টাকার প্রশ্ন

৪৩ বছর ধরে বামেদের ‘দুর্জয় ঘাঁটিতে’ এবার ঘাস না পদ্ম, ফুটবে কোন ফুল সেটাই লাখ টাকার প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল এবং বিজেপির লড়াইয়ে এবার বামেরা ঠিকমত গুরুত্ব পাবে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে সারা রাজ্যে বামেরা কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেলেও, জামুরিয়াতে এখনও বামেদের শক্ত ঘাঁটি রয়েছে। তবে গত লোকসভা নির্বাচনেও বামেদের ভোট বিজেপিতে যাওয়ার কারণে তারা এখানে তৃতীয় হয়ে গিয়েছিল। তবে বিধানসভা নির্বাচনে আর তা হতে দিতে চায় না বামফ্রন্ট। আর সেই কারণেই নিজেদের ভোট নিজেদের দিকে রাখতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জামুড়িয়ার বাম নেতৃত্বরা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বামেরা যতই এখন উঠে পড়ে লাগুক না কেন, তৃনমূল এবং বিজেপির মধ্যেই এবার প্রধান লড়াই হবে। সেক্ষেত্রে বামেরা এই কেন্দ্র নিজেদের নিজেদের দখলে রাখতে পারবে, নাকি ঘাস বা অথবা পদ্মফুল ফুটে যাবে এই বিধানসভা কেন্দ্রে! এখন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।

প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বামেদের দাপট ছিল অব্যাহত। ধীরে ধীরে লাল রং সেখানে ফিকে হতে শুরু করেছে। তবে জামুড়িয়ায় এখনও পর্যন্ত বামেরা নিজেদের শক্তি প্রদর্শন করতে সক্ষম। কিন্তু গত লোকসভা নির্বাচনে তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপিকে কুপোকাত করতে এখন থেকেই পাড়া বৈঠকের মধ্য দিয়ে মানুষের মন ছোঁয়ার চেষ্টা করছে বাম শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই প্রশ্ন, তাহলে কি তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াইয়ে আবারও জামুড়িয়ায় শেষ হাসি হাসবে বামেরা? এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা তাপস কবি বলেন, “মানুষ এখানে বামেদের প্রার্থীকেই জয়লাভ করাবেন।” তবে বিজেপির আবার নতুন সমস্যা তৈরি হয়েছে। যেখানে তাদের প্রার্থী নিয়ে ব্যাপক মতান্তর তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বা প্রার্থী নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব নেই। এই বিধানসভা কেন্দ্রে বিজেপিই জয়লাভ করবে বলে দাবি করেছেন গেরুয়া শিবিরের নেতা প্রমোদ পাঠক। এদিকে উন্নয়নকে পাথেয় করেই তাদের প্রার্থী এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের সব থেকে বড় শক্তি। আমরাই এখানে জয়লাভ করব।” তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, যদি তৃণমূল এবং বিজেপি একে অপরকে শত্রুপক্ষ ধরে নেয়, তাহলে মাঝখান থেকে লালদুর্গে আবার নিজেদের শক্তি ফিরে পেতে পারে বামফ্রন্ট‌‌। সেদিক থেকে এই বিধানসভা কেন্দ্রে যে এবার ত্রিমুখী লড়াই জোরদার হবে হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে শেষ পর্যন্ত লালদূর্গে এবার ঘাসফুল বা পদ্মফুল, নাকি লাল পতাকাকেই উড়তে দেখা যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!