এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কাল ১১ জেলার যে ৪৯ টি আসনের দিকে বিশেষ নজর রাখবে শাসকদল

কাল ১১ জেলার যে ৪৯ টি আসনের দিকে বিশেষ নজর রাখবে শাসকদল

অনেক আইনি জটিলতা পেরিয়ে অবশেষে আগামীকাল হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। রাজ্যজুড়ে মোট ৮২৫ টি জেলা পরিষদের আসনের মধ্যে ২০৪ টি আসন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ওই সকল আসনে ফল ঘোষণা করা যাবে না। বাকি ৬২১ টি আগামীকাল নির্বাচন। কিন্তু এর মধ্যে এমন ৪৯ টি আসন রয়েছে, যা শাসকদলের ঘুম ওড়াতে পারে। কারণ ওই আসনগুলিতে লড়াই হচ্ছে একের বিরুদ্ধে এক। বিরোধীদলগুলির ভোট বিভাজিত হয়ে যাওয়ায় যে সুবিধা অন্য আসনে পাওয়া যায়, এক্ষেত্রে তা হবে না। ফলে ওই আসনগুলিতে লড়াই হবে সরাসরি তৃণমূল কংগ্রেস বনাম সম্মিলিত বিরোধী। ফলে সেখানে কি ফলাফল হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় এরকম আসনের সংখ্যা কত –

১. কুচবিহার –
মোট আসন – ৩৩
ভোট হচ্ছে – ৩২
একের বিরুদ্ধে এক লড়াই – ৫ (প্রতি ক্ষেত্রেই তৃণমূল বনাম বিজেপি)

২. মুর্শিদাবাদ –
মোট আসন – ৭০
ভোট হচ্ছে – ২২
একের বিরুদ্ধে এক লড়াই – ১ (তৃণমূল বনাম নির্দল)

৩. উত্তর ২৪ পরগনা –
মোট আসন – ৫৫
ভোট হচ্ছে – ৪৬
একের বিরুদ্ধে এক লড়াই – ৩ (প্রতি ক্ষেত্রেই তৃণমূল বনাম বিজেপি)

৪. দক্ষিণ ২৪ পরগনা –
মোট আসন – ৮১
ভোট হচ্ছে – ৫৩
একের বিরুদ্ধে এক লড়াই – ৭ (৩ টি আসনে তৃণমূল বনাম বিজেপি, ২ টি আসনে তৃণমূল বনাম কংগ্রেস, ১ টি আসনে তৃণমূল বনাম সিপিআইএম, ১ টি আসনে তৃণমূল বনাম এসইউসিআই)

৫. হাওড়া –
মোট আসন – ৪০
ভোট হচ্ছে – ৪০
একের বিরুদ্ধে এক লড়াই – ১ (তৃণমূল বনাম বিজেপি)

৬. হুগলী –
মোট আসন – ৫০
ভোট হচ্ছে – ৩৯
একের বিরুদ্ধে এক লড়াই – ২ (প্রতি ক্ষেত্রেই তৃণমূল বনাম বামফ্রন্ট)

৭. পূর্ব মেদিনীপুর –
মোট আসন – ৬০
ভোট হচ্ছে – ৫৪
একের বিরুদ্ধে এক লড়াই – ৮ (৭ টি আসনে তৃণমূল বনাম এসইউসিআই, ১ এই আসনে তৃণমূল বনাম বিজেপি)

৮. পশ্চিম মেদিনীপুর –
মোট আসন – ৫১
ভোট হচ্ছে – ৫১
একের বিরুদ্ধে এক লড়াই – ১ (তৃণমূল বনাম বিজেপি)

৯. বাঁকুড়া –
মোট আসন – ৪৬
ভোট হচ্ছে – ১৫
একের বিরুদ্ধে এক লড়াই – ১ (তৃণমূল বনাম নির্দল)

১০. পূর্ব বর্ধমান –
মোট আসন – ৫৮
ভোট হচ্ছে – ৪১
একের বিরুদ্ধে এক লড়াই – ১৬ (১৫ টি আসনে তৃণমূল বনাম বিজেপি, ১ টি আসনে তৃণমূল বনাম এসইউসিআই)

১১. পশ্চিম বর্ধমান –
মোট আসন – ১৭
ভোট হচ্ছে – ১৬
একের বিরুদ্ধে এক লড়াই – ৪ (২ টি আসনে তৃণমূল বনাম সিপিআইএম, ১ টি করে আসনে তৃণমূল বনাম বিজেপি ও তৃণমূল বনাম কংগ্রেস)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!