এখন পড়ছেন
হোম > রাজ্য > পরিবহন মন্ত্রীর নাম করে লক্ষ লক্ষ টাকার তোলাবাজির চেষ্টা, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

পরিবহন মন্ত্রীর নাম করে লক্ষ লক্ষ টাকার তোলাবাজির চেষ্টা, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত


ক্ষমতায় আসার পরেই তোলাবাজি আটকাতে বদ্ধপরিকর ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফের সেই তোলাবাজদেরই পাল্লায় পড়লেন চুচুড়ার একটি টোটো প্রস্তুতকারী সংস্থার অংশীদার শেখ নাসির নামে এক ব্যাক্তি। সূত্রের খবর, গত 6 আগষ্ট এই নাসিরের মোবাইলে একটি ফোন আসলে তা ধরার পরই বিপরীত দিক থেকে পরিবহন দপ্তরের সচিব বলে পরিচয় দিয়ে এক ব্যাক্তি সেই নাসিরকে পরিবহন মন্ত্রীর সাথে কথা বলাতে চান। আর এরপরই মন্ত্রী শুভেন্দু অধিকারীর গলা নকল করে বেশ কিছুক্ষন কথা বলেন এক ব্যাক্তি।

অভিযোগ, সেখানেই নাকি মন্ত্রীর গলা নকল করে বলা হয় যে, চন্দননগরে একটি আন্তর্জাতিক চলচিত্র উৎসবের জন্য শেখ নাসিরকে 5 লক্ষ টাকা দিতে হবে। এরপর শেখ নাসির এই বিপুল অঙ্কের টাকা দিতে না পারাল কথা জানালে ফোনের অপর প্রান্ত থেকে সেই ব্যাক্তি নাসিরের ব্যাবসা বন্ধেরও হুমকি দেন। জানা যায়, এই ঘচনার পরদিন গত 7 ই আগষ্ট দুপুরে পরিবহন দপ্তরের কর্মী বলে পরিচয় দিয়ে কাজল ভৌমিক নামে এক ব্যাক্তি সেই টোটো প্রস্তুতকারী সংস্থায় হাজির হয়ে 5 লক্ষ টাকার একটি চেক দেওয়ার কথা বললে এই অংশিদারী কারবারের অপর সদস্য না থাকায় সই ছাড়া চেক দেওয়া যাবে না বলে জানান শেখ নাসির। আর পরিবহন মন্ত্রীর নাম করে এইভাবে তোলা তোলায় বিধায়ক অসিত মজুমদার ও মন্ত্রী তপন দাশগুপ্তকে এই সমস্ত কথা জানান শেখ নাসির। আর তারপরেই এব্যাপারে তাঁরা পরিবহন মন্ত্রীর সাথে কথা বলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

 এদিকে  ফের ফোন করে চেক তৈরি করে রাখতে বলে নিজেকে পরিবহন দপ্তরের কর্মী বলে সেখানে হাজির হন তমাল বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যাক্তি। এদিকে তাঁকে চা বিস্কুট খাওয়ানোল অছিলায় বসিয়ে রেখে চুচুড়া থানায় খবর দেন এই শেখ নাসির। আর এরপররই সেই ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত তমাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজি ও প্রতারনার মামলা করেছে পুলিশ। সব মিলিয়ে দিনেদুপুরে তৃনমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে তোলাবাজি ও প্রতারনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়াল হুগলীর চুচুড়াতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!