৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট – দুপুর ৩:১৫ টা জাতীয় বিশেষ খবর December 11, 2018 আসন্ন লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন কার্যত সেমিফাইনাল সকল রাজনৈতিক দলগুলির কাছে। শুরু হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামের ভোটগণনা। সকাল থেকেই গোটা দেশজুড়ে তীব্র উত্তেজনা। কি হচ্ছে কোন রাজ্যে? কে এগোল, কেই বা পিছিয়ে গেল? কি হল হেভিওয়েট নেতাদের? সব খবর – এক জায়গায়। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন – প্রিয় বন্ধু মিডিয়ার পেজে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ রাজ্যের চিত্রটা নিম্নরূপ – ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে রাজ্যের নাম – মধ্যপ্রদেশ মোট আসন – ২৩০ ফলাফল ঘোষণা হবে – ২৩০ সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ১১৬ ক্ষমতায় ছিল – বিজেপি এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ২৩০ বিজেপি – ১১২ কংগ্রেস – ১০৭ অন্যান্য – ১১ রাজ্যের নাম – রাজস্থান মোট আসন – ২০০ ফলাফল ঘোষণা হবে – ১৯৯ সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ১০০ ক্ষমতায় ছিল – বিজেপি এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ১৯৯ বিজেপি – ৭৩ কংগ্রেস – ১০১ অন্যান্য – ২৫ রাজ্যের নাম – ছত্তিশগড় মোট আসন – ৯০ ফলাফল ঘোষণা হবে – ৯০ সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ৪৬ ক্ষমতায় ছিল – বিজেপি এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ৯০ বিজেপি – ১৬ কংগ্রেস – ৬৪ অন্যান্য – ১০ রাজ্যের নাম – তেলেঙ্গানা মোট আসন – ১১৯ ফলাফল ঘোষণা হবে – ১১৯ সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ৬০ ক্ষমতায় ছিল – তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ১১৯ বিজেপি – ৩ কংগ্রেস – ২২ টিআরএস – ৮৬ অন্যান্য – ৮ রাজ্যের নাম – মিজোরাম মোট আসন – ৪০ ফলাফল ঘোষণা হবে – ৪০ সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ২১ ক্ষমতায় ছিল – কংগ্রেস এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ৪০ বিজেপি – ১ কংগ্রেস – ৫ এমএনএফ – ২৬ অন্যান্য – ৮ আপনার মতামত জানান -