এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাত্র ৫০ টাকাতেই ডায়ালিসিস? এই বাংলার বুকেই! ভরসা দেওয়া এই বামপন্থী ডাক্তারের খোঁজ জানুন

মাত্র ৫০ টাকাতেই ডায়ালিসিস? এই বাংলার বুকেই! ভরসা দেওয়া এই বামপন্থী ডাক্তারের খোঁজ জানুন


রাজ্যজুড়ে করোনার জেরে বহু সরকারি এবং বেসরকারি হসপিটালকে কোভিড হসপিটালে পরিণত করা হয়েছে। কার্যত এই মুহূর্তে ওই হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে ডায়ালিসিস পরিষেবা। জানা গেছে বেসরকারি হাসপাতালগুলোতে ডায়ালিসিস করতে রোগী তরফ থেকে নেওয়া হয় ১২০০-১৫০০ টাকা। কিন্তু লকডাউনের বাজারে হসপিটাল গুলিকে স্যানিটাইস করা, পিপিই ও মাস্কের ব্যবস্থা করা ইত্যাদি কারণে বেসরকারি হাসপাতালগুলোতে ডায়ালিসিসের চার্জ বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকা বা অনেক ক্ষেত্রে তার বেশি।

বাজারদরের এই আকাশচুম্বী অবস্থায় ডায়ালাইসিস পেশেন্টদের জন্য কলকাতার একটি হসপিটাল অত্যন্ত কম খরচে মাত্র ৫০ টাকায় ডায়ালিসিসের ব্যবস্থা করল বলে জানা গেছে। ধর্মতলার কলকাতা স্বাস্থ্য সংকল্প এই উদ্যোগের মাধ্যমে মানুষকে ডায়ালিসিস পরিষেবা দিয়ে আসছে। জানা গেছে বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের ছেলে ফুয়াদ হালিম এই হাসপাতাল পরিচালনা করেন।

কলকাতা স্বাস্থ্য সংকল্প এই ৫ শয্যার হাসপাতালটি ফুয়াদ হালিম এর বাড়ির পাশেই অবস্থিত। এদিন ফুয়াদ হালিম জানান মনের মধ্যে ২৬ শে মার্চ থেকে ২৮ শে মে এর মধ্যে প্রায় ১৫৭১ জন এই হাসপাতালে এসেছেন ডায়ালিসিস করানোর জন্য। সবার ক্ষেত্রেই ডায়ালিসিসের ৫০ টাকাই নেওয়া হয়েছে। লকডাউন এর আগে এই হাসপাতলে ডায়ালিসিস এর চার্জ নেওয়া হতো ৩৫০ টাকা তাও অন্যান্য বেসরকারি হাসপাতালে এক-তৃতীয়াংশ অর্থ।

জানা গেছে ফুয়াদ হালিমের কথায় লকডাউন এর মধ্যে বহু মানুষের রুজি রোজগার বন্ধ। কার্যত ডায়ালিসিস করতে আসা গরীব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে লকডাউন এর মধ্যে গাড়ি ভাড়ার খরচ মিটিয়ে ডায়ালিসিসের খরচা জোগাড় করা যথেষ্টই কষ্টসাধ্য। সেই কথা মাথায় রেখেই এই হাসপাতলে ৩৫০ টাকা থেকে ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে ডায়ালাইসিস এর খরচ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই হাসপাতাল থেকে পরিষেবা প্রাপ্ত এক রোগী এদিন জানিয়েছেন তিনি বড়বাজারে সেলসম্যান হিসেবে কাজ করতেন কিন্তু লকডাউন-এর জেরে তিনি দু মাস মাইনে পাননি। বেসরকারি হাসপাতালে লকডাউন এর কারণে ডায়ালাইসিস এর খরচ বাড়িয়ে দেওয়া হয়। কার্যত ওই ব্যক্তিকে ডায়ালাইসিস করানোর জন্য কলকাতা স্বাস্থ্য সংকল্প হাসপাতালে আসতে হয়।

এদিন ফুয়াদ হালিম এত কম খরচে ডায়ালাইসিস করার উপায়টি সবার সামনে তুলে ধরেন। তাঁর কথায়, অন্যান্য বেসরকারি হাসপাতালের মতো এখানে কোন বিলাসবহুল দ্রব্য ব্যবহার করা হয় না। এই হাসপাতলে কোন লিফট নেই,এসি নেই,এমনকি রিসিপশন এরিয়া বলেও কিছু নেই,রোগীর পরিবারের বসার জন্য কোন ওয়েটিং রুমের ব্যবস্থা নেই। ৪ ঘন্টা ডায়ালাইসিসে রোগীর পরিবারের লোক আশেপাশের এলাকায় অপেক্ষা করেন। এই হাসপাতালটিতে মাত্র তিনজন ডাক্তার আছেন তারমধ্যে ফুয়াদ হালিম এবং আরেকজন ডাক্তার কোন স্টাইপেন্ড হিসাবে কিছু নেন না।

একটি ডাক্তার সামান্য কিছু স্টাইপেন্ড নেন। কার্যত ৫০ টাকা তেও ডায়ালিসিস পরিষেবা দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর পার্কসার্কাসের মির্জা হাসানের কাকা ডায়ালিসিস করানোর জন্য কলকাতা স্বাস্থ্য সংকল্প হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গেছে এদিন তিনি বেশ স্বস্তির সুর টেনে বলেছেন, বেসরকারি হাসপাতালে যাওয়া আসার খরচ সামলাতে গিয়ে ডায়ালিসিসের খরচ যোগান করা যথেষ্টই কষ্টসাধ্য হয়ে গেছে।সেই পরিস্থতিতে ফুয়াদ হালিমের এই হাসপাতাল সব স্তরের মানুষের জন্যই সুরাহার পথ দেখিয়েছে।

এই সিপিএম সমর্থন করবেন ফুয়াদ হালিম ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবারের হয়ে দাড়িয়ে ছিলেন এবং সেসময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান।রাজনীতিকে সেইভাবে কব্জা করতে না পারলেও চিকিৎসা জগতে এমন উদ্যোগ নেওয়া তে ফুয়াদ হালিম রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলেছেন বলে জানা গেছে। জানা গেছে ফুয়াদ হালিমের এই উদ্যোগে আশার আলো দেখতে পাচ্ছেন সব স্তরের মানুষই এমনই ধারণা করছেন দলের নেতাকর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!