এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ৫০ শতাংশের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, কড়া বার্তা মমতার!

৫০ শতাংশের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, কড়া বার্তা মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে রাজ্যে। দেশের পাশাপাশি গোটা রাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে রীতিমত পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে শুরু করেছে। তবে নির্বাচনের সময় বারবার এই ব্যাপারে উষ্মা প্রকাশ করে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী। তবে ফলাফল প্রকাশের পর বিপুল আসনে জয়লাভ করে তার প্রধান কাজ, করোনা ভাইরাস রোধ করা বলে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেইমত বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই করোনা ভাইরাস মোকাবিলায় প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই সাংবাদিক বৈঠক করে করোনা নিয়ে একগুচ্ছ নির্দেশ জারি করেন তিনি। বস্তুত, করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার পরেও মানুষের মধ্যে সচেতনতা ফিরছে না। বিভিন্ন জায়গায় জমায়েত হতে দেখা যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে 50 জনের বেশি সবরকম জমায়েত নিষিদ্ধ করার কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ নবান্নে এই ব্যাপারে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে করোনা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “50 জনের বেশি কোনোরকম জামায়াত নিষিদ্ধ করা হল। যদিও 50 জন জমায়েতে অনুমতি নিতে হবে। সমস্ত সামাজিক, বিনোদন সংক্রান্ত জমায়েত বন্ধ। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় যখন করোনা ভাইরাস বাড়তে শুরু করেছিল, তখন নির্বাচন কমিশনের কাছে যাতে তিন দফার নির্বাচন একদফায় করা যায়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন সেই কথায় পাত্তা না দেওয়ায় তার কারণেই করোনা ভাইরাস বাড়ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই জমায়েত বন্ধ করার সিদ্ধান্ত নিতে দেখা গেল তাকে। যেখানে 50 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করার কথা জানিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে করোনা ভাইরাস রোধে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!