এখন পড়ছেন
হোম > রাজ্য > ৫৯ এর পর ৮৯, চীনকে ক্রমাগত চাপে ফেলছে ভারত সরকার

৫৯ এর পর ৮৯, চীনকে ক্রমাগত চাপে ফেলছে ভারত সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ভারতের বুকে নিষিদ্ধ হয়ে গেছে একগুচ্ছ চিনা অ্যাপ। যার মধ্যে জনপ্রিয়তার নিরিখে থাকা অনেক অ্যাপই ছিল বলে জানা গেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা ক্রমশ যেভাবে ঘনীভূত হচ্ছিলো, সেদিক থেকে চিনকে ব্যবসায়িক দিক থেকে কোণঠাসা করার জন্য কেন্দ্রীয় সরকারের এহেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে প্রতিরক্ষা মন্ত্রকের একাংশের কথায়, চিনা অ্যাপগুলি থেকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য চীনের হাতে উঠে যাচ্ছিল।

খবর ছিল অনেক আগেই। তাই চিনকে আটকানোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, এবার ভারতীয় সেনাদের হাতেও অ্যাপ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও একটি তালিকা প্রস্তুত হয়েছে, যেখানে 59 টি অ্যাপের বদলে রয়েছে 89 টি অ্যাপ। যার মধ্যে সোশ্যাল মিডিয়া, ই-কমার্স সহ বহু অ্যাপ রয়েছে বলে জানা গেছে। মনে করা হচ্ছে, এই অ্যাপগুলি থেকে সেনাবাহিনীর বহু তথ্য বাইরে বেরিয়ে যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই এবার নিষেধাজ্ঞা জারি হল ভারতীয় সেনার ওপর। চীনের সাথে ভারতের তীব্র উত্তেজনা প্রকাশ পায় গত 15 ই জুন। সেদিন ভারত চীন আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। যার জেরে ভারতীয় সেনাবাহিনীর কুড়ি জন জওয়ান শহীদ হন বলে জানা গেছে। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় সেনারা। তাই মনে করা হচ্ছে, সেনাবাহিনীর জন্য যে নির্দেশিকা গেছে অ্যাপ ব্যবহার না করার জন্য, তা যথেষ্টভাবে গৃহীত হবে।

অন্যদিকে মনে করা হচ্ছে একের পর এক অ্যাপ বন্ধ করার ফলে বেজিংয়ের ওপর কিছুটা স্নায়বিক চাপ সৃষ্টি করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। এই মুহূর্তে অবশ্য জানা গেছে, গালওয়ান সীমান্ত থেকে চীন কিছুটা পিছু হটেছে। তবে সীমান্ত সমস্যার এখানেই ইতি কিনা, সে কথা অবশ্য নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ বিশেষ সূত্রে জানা গেছে, প্যাংগং সীমান্তে কিন্তু এখন চোখ আটকে রেকঝেছে চীনা সেনাবাহিনী। যদিও ভারতীয় সেনাবাহিনীও চোখ সড়ায়নি বলেই খবর। আপাতত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন প্রতিরক্ষ বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!