এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ৫৯টি চাইনিজ অ্যাপ ব্যান ট্রেলার ছিল! এবার চীনকে পুরা পিকচার দেখতে চলেছেন মোদী! আতঙ্কে বেজিং

৫৯টি চাইনিজ অ্যাপ ব্যান ট্রেলার ছিল! এবার চীনকে পুরা পিকচার দেখতে চলেছেন মোদী! আতঙ্কে বেজিং


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি চীন ভারত আন্তর্জাতিক সম্পর্কের অবনতি হওয়ায় সরাসরি ভারতের বুকে নিষিদ্ধ হয়ে যায় একগুচ্ছ চিনা অ্যাপ। যার মধ্যে তালিকায় প্রথমেই ছিল জনপ্রিয়তম চীনা অ্যাপ টিকটক। মূলত নিরাপত্তাজনিত কারণে এই চিনা অ্যাপগুলি বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে ভারতের বুকে ব্যবসায়িক দিক থেকে চীনকে কোণঠাসা করার জন্য এটা অন্যতম পদক্ষেপ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন আগেই ইন্টারনেট বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, চীনা অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ফোনে গোয়েন্দাগিরি চালানো হচ্ছে, শুধু তাই নয় দেশের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

তাই এবার দ্বিতীয় দফায় আরও 275 টি চীনা অ্যাপ ব্যান করার প্রস্তুতি চালাচ্ছে ভারত সরকার। তবে তার আগে এখন তদন্ত চলছে এই অ্যাপগুলি ব্যবহারকারীদের জন্য এবং দেশের জন্য নিরাপদ কিনা! সূত্রের খবর, যেসব অ্যাপের সার্ভার চীনে অবস্থিত, সেগুলোকেই আগে ব্যান করা হবে। জানা গেছে এই 275 টি অ্যাপের মধ্যে আরেকটি জনপ্রিয় গেম অ্যাপ হল PUBG। জানা গেছে, এই অ্যাপটি চীনের ইন্টারনেট Tancent এর সঙ্গে যুক্ত। এছাড়াও Xiaomi র Zili অ্যাপ, ই-কমার্স Alibaba র Aliexpress এবং Resso অ্যাপ, Bytedance এর ULike এর মতন অ্যাপও রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে 275 টি অ্যাপের প্রত্যেকটি নিষিদ্ধ হবে, এমন কিন্তু নয়। যেগুলি দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে, সেগুলিকেই নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যে লাগাতার রিভিউ হচ্ছে এই অ্যাপগুলির। এছাড়াও জানার চেষ্টা চলছে, এই অ্যাপগুলির ফান্ড কোথা থেকে আসে? অন্যদিকে ভারত সরকার এবার অ্যাপের নিয়মে বদল আনতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন নিয়ম মানতে হবে সমস্ত অ্যাপসকে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, সাইবার নিরাপত্তাকে আরো মজবুত করার জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা বিঘ্নিত করার জন্য ভারতের ওপর ইন্টারনেটের মাধ্যমে নজরদারির ব্যাপারটি অনেক আগেই জানা গেছে। এবং বহু চীনা অ্যাপ ইতিমধ্যেই গ্রাহকদের বিভিন্ন তথ্য নাড়াচাড়া করে বলেও খবর। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, সুরক্ষা বজায় রাখতে লঙ্ঘনকারী চীনা অ্যাপগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা আবশ্যক। কারণ বিনোদনের থেকেও নিরাপত্তা যে সবার আগেই সে কথা না মেনে কোন উপায় নেই। তবে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ভারত সরকার আরও 275 টি চিনা অ্যাপ বর্জন করার নতুন পদক্ষেপ যদি গ্রহণ করে, তাহলে চীন সরকার যে আরও বিপাকে পড়বে, সেকথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!