এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ৫ টাকায় ডিম-ভাত! মমতার স্বপ্নের প্রকল্প ভোটে সাফল্য আনতেই রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা

৫ টাকায় ডিম-ভাত! মমতার স্বপ্নের প্রকল্প ভোটে সাফল্য আনতেই রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষের পাশে থাকতে তার সরকার বদ্ধপরিকর। তৃতীয় তৃণমূল সরকারের শেষের দিকে করোনা পরিস্থিতির কারণে রাজ্যের মানুষের রুজি-রুটি যখন সংশয়ের মুখে পড়ে গিয়েছিল, তখন মানুষের পাশে দাঁড়াতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে উল্লেখযোগ্য মা ক্যান্টিন। এই ক্যান্টিন ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে কেউ অনাহারে না থাকে, তার জন্য তৃণমূল সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল।

কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রোজ গরীব মানুষেরা 5 টাকায় ডিম ভাত খেতে পারতেন এই ক্যান্টিন পরিষেবার মধ্যে দিয়ে। কিন্তু শুধুমাত্র কলকাতা নয়, এবার রাজ্যের প্রতিটি জায়গায় যাতে এই পরিষেবা চালু করা যায়, তার জন্য উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে রাজ্য সরকার। তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই করোনা ভাইরাস আবার ভয়াবহ আকার ধারণ করেছে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে।

তাই এই পরিস্থিতিতে আংশিক লকডাউনের কারণে বহু মানুষ তাদের রুজিরুটি হারানোর আশঙ্কা করছেন। তাই বর্তমানে আবার তৃতীয়বার ক্ষমতায় আসার পর দিনদুঃখী গরীব মানুষরা যেন দুবেলা-দুমুঠো খেতে পারেন, তার জন্য রাজ্যজুড়ে এই মা ক্যান্টিন পরিষেবা চালু করতে উদ্যোগী মা মাটি মানুষের সরকার বলে মনে করছেন একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে কলকাতা পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে মা ক্যান্টিন পরিষেবা চালু হয়। যেখানে পথচলতি গরীব মানুষেরা দুপুরে পেট ভরে 5 টাকায় ডিম ভাত খেতে পারতেন। কিন্তু তৃতীয় বার ক্ষমতায় আসার পরই এবার সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি নিতে চলেছে রাজ্য সরকার। এদিন এই ব্যাপারে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প রূপায়ণ করা আমার অন্যতম কাজ। আমি সেই মত শহরাঞ্চলে মা ক্যান্টিন চালুর জন্য উদ্যোগ নিতে বলেছি। এর জন্য পুর দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক হয়েছে। খুব শীঘ্রই জেলা শহরগুলোতে পর্যায়ক্রমে তা চালু হয়ে যাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর যদি সত্যি সত্যিই কলকাতা শহরের মত রাজ্যের বিভিন্ন জেলা এবং শহরগুলোতে এই পরিষেবা চালু করতে পারে তৃণমূল সরকার, তাহলে তা মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে বলেই মনে করা হচ্ছে।একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনে উন্নয়নের উপর ভিত্তি করে তৃণমূল সরকার তাদের সাফল্যের কথা মানুষের কাছে তুলে ধরেছে। আর মানুষ বিপুলভাবে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে। যার ফলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ঘাসফুল শিবির।

তবে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, খাদ্যসাথী থেকে শুরু করে সবুজসাথী, বিভিন্ন প্রকল্পের সাফল্য যেমন তৃণমূলের পক্ষে ভোটবাক্সে পড়েছে, ঠিক তেমনই পথচলতি মানুষদের দুপুরের ভরপেট খাওয়ার বন্দোবস্ত করে যে উদ্যোগ নিয়েছিল তৃণমূল সরকার, তা অনেকটা ভোটবাক্সে কাজে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। যার জেরে এবার মানুষের মুখে 5 টাকায় দুপুরের ভরপেট পণ্যের জোগান দিতে সারা রাজ্যজুড়ে মা ক্যান্টিন পরিষেবা চালু করতে উদ্যত হল রাজ্যের নতুন সরকার।

অর্থাৎ আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার জন্য মানুষের অন্য ব্যবস্থা সুনিশ্চিত করতে তৃণমূল সরকার যে এখন থেকেই এই উদ্যোগ নিতে চলেছে, তা এককথায় পরিষ্কার। সব মিলিয়ে ক্ষমতায় আসার পরই নতুন সরকারের মানুষের কথা ভেবে মা ক্যান্টিন পরিষেবা সারা রাজ্য জুড়ে চালু করার পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!