এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়িয়ে করোনায় মৃত্যু নিয়ে বড়সড় দাবি একযোগে 6 চিকিৎসক সংগঠনের

রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়িয়ে করোনায় মৃত্যু নিয়ে বড়সড় দাবি একযোগে 6 চিকিৎসক সংগঠনের

করোনা ভাইরাসে পশ্চিমবঙ্গে প্রকৃত আক্রান্ত এবং মৃত্যুসংখ্যা চেপে যাওয়া হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ রয়েছেই। আর এবার করোনা ভাইরাসের রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তের মৃত্যু নিয়ে নয়া দাবি তুলল 6 টি চিকিৎসক সংগঠন। সূত্রের খবর, “জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস” নামে এই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রাজ্যের প্রথম কোনো চিকিৎসকের করোনা ভাইরাসে মৃত্যুর কারণে রাজ্য সরকারকে এই মৃত্যুর কারণ হিসেবে করোনা ভাইরাস বলে স্বীকার করতে হবে।

যার ফলে এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, এই বিপ্লব দাশগুপ্তর প্রায় আট মাস আগে এই এসএসকেএম হাসপাতালে হৃদরোগের জন্য একটি চিকিৎসা হয়েছিল। আর তারপর থেকেই তার সুগার এবং হাইপারটেনশন বৃদ্ধি পায়। তবে গত কিছুদিন আগে থেকে তার জ্বর এবং সর্দির উপসর্গ দেখা যায়। যার পরেই তাকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর লালারস নমুনা সংগ্রহের জন্য পাঠিয়ে দেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই করোনা পজিটিভ রিপোর্ট আসে রাজ্যের এই অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার। এদিকে গত শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপ্লব দাশগুপ্ত। আর তার মৃত্যুর পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও মৃত্যুর কারণ করোনাভাইরাস বলে না জানানোয় চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, রাজ্যকে এই প্রথম চিকিৎসকের করোনা ভাইরাস মৃত্যুর কারণ বলে স্বীকার করতে হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিপ্লববাবুর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অনেক চিকিৎসক।

জানা গেছে, সরকারের কাছে বিপ্লববাবু এই মৃত্যুর কারণ হিসেবে করোনা ভাইরাস ঘোষণা করার দাবি জানানোর পাশাপাশি সোমবার চিকিৎসক সংগঠনগুলো এগারোটা নাগাদ রাজ্যজুড়ে দুই মিনিটের নীরবতা পালন করবে। অর্থাৎ ভয়াবহ করোনা ভাইরাসের মধ্যে রাজ্যের এক স্বাস্থ্য কর্তার সেই করোনাভাইরাস নিয়ে মৃত্যু এখন চিকিৎসক সংগঠনের অন্যান্য সদস্যদের মনে শোকের পরিবেশ সৃষ্টি করেছে। তবে সেই শোককে দূরীভূত করতে এখন প্রথম করোনা ভাইরাস চিকিৎসক শহীদের মৃত্যু হয়েছে বলে সরকারের কাছে ঘোষণা করার দাবি জানাচ্ছেন তারা।

প্রসঙ্গত, বাংলায় এর আগে চিকিৎসা পরিষেবা নিয়ে করোনা অবহেও বহু প্রশ্ন উঠে গিয়েছিল। উত্তরবঙ্গের এক ডাক্তারবাবুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় – যেখানে তিনি দাবি করেন, রাজ্য সরকার নাকি PPE কীটের বদলে রেনকোট দিচ্ছে চিকিৎসার জন্য। সেখানেই তিনি দাবি করেন, এই ব্যাপারে সাবধান না হলে আগামীদিনে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাই আক্রান্ত হয়ে পড়বেন – যা করোনা যুদ্ধকে আরও কঠিন করে তুলবে। এই পরিস্থিতিতে বিপ্লববাবুর মৃত্যু নিয়ে রীতিমত চাপ বাড়িয়ে একযোগে 6 চিকিৎসক সংগঠনের এই দাবি নিয়ে এখন সরকারপক্ষ ব্যাপারে কি জানায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!