এখন পড়ছেন
হোম > অন্যান্য > ৬-ইসেপ্টেম্বর, ২০২০, বাজারদর – আজ কোথায় এসে দাঁড়ালো সোনার দাম? কি অবস্থা রূপা বা পেট্রল-ডিজেলের?

৬-ইসেপ্টেম্বর, ২০২০, বাজারদর – আজ কোথায় এসে দাঁড়ালো সোনার দাম? কি অবস্থা রূপা বা পেট্রল-ডিজেলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার প্রকোপ যেমন বাড়ছে তেমনই তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। আসুন, জেনে নিন আজকে, ৬ই সেপ্টেম্বর ,২০২০-তে সোনার মূল্য কতোয় এসে দাঁড়ালো কলকাতায়।

★ কলকাতায় আজ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার মূল্য ৫,০২০ টাকা। যদি আপনি ৮ গ্রাম সোনা কিনতে চান তো ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হবে ৪০,১৬০ টাকা। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাটের সোনার দাম ৫০,২০০ টাকা। *গতকালের থেকে প্রতি ১০ গ্রামে এক টাকাও দাম বাড়েনি।

 

★ এবার জেনে নেওয়া যাক, ২৪ ক্যারাট সোনার মূল্য আজ কলকাতায় কত – ২৪ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৫,২৯০ টাকা। সেখানে ৮ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪২,৩২০ টাকায়। ১০ গ্রাম ২৪ ক্যারাটের সোনার দাম ৫২,৯০০ টাকা।

★ এবার জেনে নিন আজকে কতো করে চলছে রূপোর দাম – আজ এক গ্রাম রূপোর দাম বাজারে চলছে ৬৭.২০ টাকা। সেখানে ৮ গ্রাম রূপোর দাম হলো ৫৩৭.৬০ টাকা। আর ১০ গ্রাম রূপোর দাম ৬৭২ টাকা। গতকালের থেকে প্রতি ১০ গ্রামে প্রায় ১.৫০ টাকা দাম বেড়েছে ।

 

★ এবার আসুন জেনে নিই বাংলায় আজ পেট্রোল-ডিজেলের রেট কতো –
আজ ডিজেলের মূল্য চলছে লিটার পিছু ৭৬.৩৩ টাকা।
পেট্রোলের দাম চলছে লিটার পিছু ৮২.১০ টাকা।

★ চলুন, এবার দেখে নেওয়া যাক গত সাত দিন জুড়ে এই দামের ওঠাপড়ার চিত্র, এক নজরে –

★ শনিবার, ০৬.০৯.২০২০
সোনা — ৫০,২০০ টাকা/১০গ্রাম (২২ক্যারাট)
রূপা — ৬৭০.৫০ টাকা/১০ গ্রাম
পেট্রোল –৮২.১০ টাকা/লিটার
ডিজেল –৭৬.৩৩ টাকা/লিটার

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

★ শুক্রবার, ০৫.০৯.২০২০

সোনা — ৪৯,৯৯০ টাকা/১০ গ্রাম (২২ ক্যারাট)
রূপা — ৬৫৬ টাকা/ ১০ গ্রাম
পেট্রোল –৮২.১০ টাকা/লিটার
ডিজেল –৭৬.৩৩ টাকা/লিটার

 

★ বৃহস্পতিবার, ০৩.০৯.২০২০
সোনা – ৪৯৯৯০ টাকা/১০গ্রাম (২২ক্যারাট)
রূপা – ৬৫৬ টাকা/১০ গ্রাম
পেট্রোল – ৮২.১০ টাকা/লিটার
ডিজেল – ৭৬.৩৩ টাকা/লিটার

 

★ বুধবার, ০২.০৯.২০২০
সোনা – ৫০,১০০ টাকা/১০ গ্রাম (২২ ক্যারাট)
রূপো – ৬৭২ টাকা/১০ গ্রাম
পেট্রোল – ৮২.১০ টাকা/লিটার
ডিজেল – ৭৬.৩৩ টাকা/লিটার

★ মঙ্গলবার, ০১.০৯.২০২০
সোনা – ৫০,১২০ টাকা/১০গ্রাম (২২ ক্যারাট)
রূপা – ৬৬৬.৫০ টাকা/১০ গ্রাম
পেট্রোল – ৮২.১০ টাকা/লিটার
ডিজেল – ৭৬.৩৩ টাকা/লিটার

★ সোমবার, ০১.০৯.২০২০
সোনা – ৫০,৪১০ টাকা/১০গ্রাম (২২ ক্যারাট)
রূপা – ৬৬৬ টাকা/১০ গ্রাম
পেট্রোল – ৮২.১০ টাকা/লিটার
ডিজেল – ৭৬.৩৩ টাকা/লিটার

 

★ রবিবার, ২৩.০৮.২০২০

সোনা — ৫০,৪২০ টাকা/১০ গ্রাম (২২ক্যারাট)
রূপা — ৬৬৩.৬০ টাকা/ ১০ গ্রাম
পেট্রোল –৮২.১০ টাকা/লিটার
ডিজেল –৭৬.৩৩ টাকা/লিটার

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!