এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “৬০ শতাংশ ভ্যাকসিন গুজরাট পেল কিন্তু অন্য রাজ্যগুলি ১৫ শতাংশ মতো পেয়েছে।” – বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

“৬০ শতাংশ ভ্যাকসিন গুজরাট পেল কিন্তু অন্য রাজ্যগুলি ১৫ শতাংশ মতো পেয়েছে।” – বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার পর আজ ভার্চুয়াল ভাবে জনসভায় যোগ দান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুর্গাপুরের জনসভায় ভার্চুয়াল ভাবে যোগদান করলেন তিনি। এই জনসভা থেকে একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, গুজরাটে ৬০% ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যগুলিতে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হচ্ছে। গুজরাটে পার্টি অফিস থেকেই করোনার ইনজেকশন দেয়া হচ্ছে।

এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, নির্বাচন কমিশনের উচিত ছিল তিন দফার নির্বাচন একসঙ্গে করে দেওয়া। কিন্তু নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে চলে। তাই বিজেপি যা বলবে, তাই করবে নির্বাচন কমিশন। সবকিছু শেষ মুহূর্তে জানানো হয়। তবে জনগণের স্বার্থে তিনি সবকিছু মেনে নিয়েছেন। তিনি জানান, গতকাল বেশ কিছু জায়গায় গুলি চালানো হয়েছে। তাঁরা গুলি চালানোকে কখনোই সমর্থন জানান না। মানুষকে না মারার অনুরোধ করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, সকলকে ভোটদানে অংশগ্রহণ করতে। সকলকে মাস্ক পরে ভোটদিতে যেতে তিনি নিদান দেন। তিনি অভিযোগ করলেন, বাংলাকে দখল করতে গিয়ে সারা দেশকে সংকটে ফেলে দিয়েছে বিজেপি। বিজেপি বাংলার অক্সিজেন সাপ্লাই চেইন
সেলকে নিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে। বাংলাতে ভাতে মারতে চায় বিজেপি, তাই অক্সিজেন দিচ্ছে না।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের সম্পূর্ণটাই নিয়ে নেওয়া হয়েছে। শিল্পের কাজে ব্যবহৃত অক্সিজেন এবার স্বাস্থ্যের কাজে ব্যবহৃত হবে। এই মুহূর্তে ২০ হাজার সিলিন্ডার রাজ্যের কাছে মজুত রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, গত ৭ ই মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন যে, করোনা চলে গেছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সিজেন মজুত রাখতে বলেছিল ২০২০ সালে। কেন এই নির্দেশ মানা হয়নি? প্রশ্ন তুলেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা রাজ্য সরকারকে জানানোই হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!