এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জমা পড়েছে পে-কমিশনের প্রাথমিক রিপোর্ট, ১ লা জানুয়ারী ২০২০ থেকেই লাগু – ঘোষণা মুখ্যমন্ত্রীর

জমা পড়েছে পে-কমিশনের প্রাথমিক রিপোর্ট, ১ লা জানুয়ারী ২০২০ থেকেই লাগু – ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সমাবেশ থেকে আজ পে-কমিশন নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত পে-কমিশনের রিপোর্ট নবান্নে জমা না পড়লেও, আজ নেতাজি ইন্ডোরের সমাবেশে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন প্রাথমিক রিপোর্ট জমা পরে গেছে।

তবে একই সাথে আরও জানান তিনি – পে-কমিশনের কাজ চলবে। এই নিয়ে আরও রিপোর্ট জমা পড়বে। আগামী ২৩ তারিখ তিনি মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন – সেখানে পে-কমিশনের দেওয়া সব কিছুই তিনি মেনে নেবেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেন, তার মূল কথা হল –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. ১ লা জানুয়ারী ২০২০ থেকে পে-কমিশন চালু হতে চলেছে
২. ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুন হবে
৩. ব্যান্ড-পে এবং গ্রেড-পে উঠে যাচ্ছে
৪. ডিএ নিয়ে হাইকোর্টের রায় থাকায়, তা নিয়ে তিনি ভেবে দেখছেন
৫. এইচআরএ, মেডিক্যাল নিয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন

৬. যাঁদের বেসিক-পে, ব্যান্ড-পে এবং গ্রেড-পে মিলে ৭,০০০ ছিল তা ১৭,৯৯০ হয়ে যাবে
৭. গ্রস-পে যাঁদের ১৬,৮০০ আছে তা বেড়ে ২০,১৪৮ হবে
৮. ন্যূনতম বেসিক-পে ১৭,০০০ টাকা করা হবে
৯. গ্র্যাচুইটি সিলিং ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হল
১০. পে-কমিশনের রেকমেন্ডেশন মানতে গেলে রাজ্য সরকারের ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে

কি বললেন মুখ্যমন্ত্রী দেখে নিন একনজরে –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!