এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসন্ন লোকসভা নির্বাচনে আরো ৩ হেভিওয়েট বিজেপি নেতার টিকিট প্রায় চূড়ান্ত হয়ে গেল

আসন্ন লোকসভা নির্বাচনে আরো ৩ হেভিওয়েট বিজেপি নেতার টিকিট প্রায় চূড়ান্ত হয়ে গেল


গতকালই এক প্রতিবেদনে আমরা আপনাদের জানাই, সদ্য দু-দিন ধরে হয়ে যাওয়া আসানসোলের সাংগঠনিক বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই এগোতে চাইছে গেরুয়া শিবির। আর তাই, এখন থেকেই রাজ্য বিজেপির নেতাদের সাম্ভাব্য আসন চূড়ান্ত করে তাঁদের লোকসভার প্রস্তুতির সুযোগ করে দেওয়ার দাবি উঠেছে বঙ্গ-বিজেপির অন্দরে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, গতকাল আমরা আপনাদের জানাই যে ৪ হেভিওয়েট নেতা-নেত্রীর নাম ও তাঁদের লোকসভা আসন প্রায় চূড়ান্ত। আর আজ আমরা, নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু রাজ্যস্তরের শীর্ষনেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছি আরো এমন ৩ হেভিওয়েট নেতার নাম ও তাঁদের সাম্ভাব্য আসন সম্পর্কে। ‘প্রায়’ কথাটা এখনো লিখতে হচ্ছে কারণ নাকি দিল্লি থেকে সরকারি অনুমোদন এখনো আসেনি, তবে এই নাম ও আসনের খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে বিজেপির অন্দরমহলে কান পাতলে।

কাল ও আজ মিলিয়ে মোট যে ৭ জন নেতা-নেত্রী ও তাঁদের সাম্ভাব্য আসনের কথা জানা গেল, তা হল (যদিও এই নিয়ে সরকারিভাবে বিজেপি এখনো কোনো কিছুই জানায়নি, ফলে সমস্তটাই জল্পনার স্তরেই থাকছে) –

১. দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি, মেদিনীপুর
২. লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী, বীরভূম
৩. বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আসানসোল
৪. সায়ন্তন বসু, রাজ্য সম্পাদক, পুরুলিয়া
৫. রাহুল সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি, কলকাতা-উত্তর
৬. শমীক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক, দমদম
৭. চন্দ্রকুমার বসু, রাজ্য সহ-সভাপতি, কলকাতা-দক্ষিণ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!