এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দলের সাত প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল রাজ্য বিজেপি, শুদ্ধিকরণের প্রস্তুতি কি এখন থেকেই ?

দলের সাত প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল রাজ্য বিজেপি, শুদ্ধিকরণের প্রস্তুতি কি এখন থেকেই ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন এখন বিজেপির কাছে প্রধান টার্গেট‌। তবে তার আগে বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল নেতাকর্মীদের বিরুদ্ধে‌। ক্ষমতায় আসার আগেই যদি বিজেপির এরুপ প্রকাশ্যে আসতে শুরু করে, তাহলে ক্ষমতায় আসার পর তারা কি করবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল প্রশ্ন।

তবে বারবার রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, কোনোভাবেই কোনো অনিয়ম দলে বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? যে যার মতো করে পারছিলেন, নিজের মত করে প্রভাব খাটাতে শুরু করেছিল। যা নিঃসন্দেহে গেরুয়া শিবিরের ভাবমূর্তি নষ্ট করছিল‌। আর এই পরিস্থিতিতে এবার দলের সাত নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, পুরুলিয়ায় বিজেপি পঞ্চায়েত প্রধান সহ সাত নেতার বিরুদ্ধে সম্প্রতি দল বিরোধী কাজের অভিযোগ আনা হয়েছিল। আর এরপরই এই ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিতে দেখা যায় গেরুয়া শিবিরকে।

জানা গেছে, পুরুলিয়ায় বিজেপি পঞ্চায়েত প্রধান সহ সাত নেতার বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই দলের জনপ্রতিনিধি এবং নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসার পরেই বিজেপি যেভাবে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিল, তাতে রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। তাহলে কি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই পুরুলিয়া জেলা বিজেপি এই ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিল? বিশেষ সূত্র মারফত খবর, সম্প্রতি পুরুলিয়ায় এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আর তার সঙ্গে বৈঠকের পরেই জেলা বিজেপির পক্ষ থেকে 7 নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতির সবুজ সংকেত পেয়েই যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কার্যত পরিষ্কার সকলের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি এখন চাইছে, কোনভাবেই তাদের ভাবমূর্তিতে যাতে কালি না পরে।

আর তাই দলের ভেতরে কোনো অনিয়ম হলে তারা যে তা বরদাস্ত করবে না, তা এই পদক্ষেপের মধ্য দিয়েই প্রমান করে দিতে চাইল ভারতীয় জনতা পার্টি। এখন বিজেপির পক্ষ থেকে সাত নেতার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগে নেতাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়ার পর শৃংখলার বাইরে বেরিয়ে যাওয়া নেতারা সঙ্ঘবদ্ধ হতে পারেন কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!