এখন পড়ছেন
হোম > অন্যান্য > জেনে নিই ৭ই সেপ্টেম্বরে, আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

জেনে নিই ৭ই সেপ্টেম্বরে, আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৭ই সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৬৩০ সালে আজকের দিনে আমেরিকার বোস্টন নগরীর পত্তন হয়।

২. ১৮২২ সালে আজকের দিনে ব্রাজিল পর্তুগালের অধীনতা থেকে নিজে স্বাধীন ঘোষণা করে।

 

৩. ১৯০১ সালে আজকের দিনেই চীনে বক্সার বিদ্রোহের অবসান ঘটে।

৪. ১৯২৩ সালে আজকের দিনে ভিয়েনাতে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়।

৫. ২০১৯ সালে আজকের দিনে ভারতের স্পেস এজেন্সি চন্দ্রযান-২এর সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। সেই সময় চন্দ্রযান-২ চাঁদের পৃষ্ঠে পদার্পন করা থেকে মাত্র ২ কিমি দূরে ছিল।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৬. ১৯৪৭ সালে আজকের দিনে মহাত্মা গান্ধী দাঙ্গা কবলিত অঞ্চল দেখার জন্য কলকাতা ছেড়ে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করেন।

৭. ১৯৬৮ সালে আজকের দিনে বিখ্যাত হিন্দি ঔপন্যাসিক বেনিপুরী শর্মার জীবনাবসান হয়।

৮. ১৯৩৩ সালে আজকের দিনে বিখ্যাত আইনজীবী এবং সেল্ফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোশিয়েশান অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা, এলা ভাট জন্মগ্রহণ করেন।

 

৯. ২০০৬ সালে আজকের দিনে মালেগাঁওতে মুসলিম কবরখানায় ভয়াবহ উগ্রপন্থী আক্রমণ হয় যার দরুন ৩৭ জন নিহত হন এবং প্রায় ১২৫ জন আহত হন।

১০. ১৯৭৯ সালে আজকের দিনে ইএসপিএন চ্যানেলটির ক্যাবেলে আত্মপ্রকাশ ঘটে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!