এখন পড়ছেন
হোম > রাজনীতি > ৭০ এর বেশি আসনে ফ্যাক্টর হতে পারে এই সম্প্রদায়, নির্বাচনের আগে বাড়ছে জল্পনা!

৭০ এর বেশি আসনে ফ্যাক্টর হতে পারে এই সম্প্রদায়, নির্বাচনের আগে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই অংক করতে শুরু করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হলেও, কোন দলের দিকে কোন সম্প্রদায়ের লোক বেশি থাকবে, তা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে‌। আর এই পরিস্থিতিতে বঙ্গ রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হতে চলেছে মতুয়া ভোট। জানা গেছে, গোটা রাজ্য জুড়ে প্রায় তিন কোটির বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে।

রাজ্যের মোট 294 বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় 70 টি আসনে মতুয়া সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব রয়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই এত বিপুলসংখ্যক আসন ধরে রাখতে এখন যে রীতিমত তৎপরতা দেখাবে তৃণমূল এবং বিজেপি, তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে আদিবাসী, সংখ্যালঘুদের দিকে যেমন নজর দিয়েছে দু’পক্ষের, ঠিক তেমনই 70 টির মত আসনে মতুয়াদের প্রভাব থাকায় জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এরপর কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসলে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলেও, সেই আইন লাগু হয়নি এখনও। স্বাভাবিক ভাবেই মতুয়াদের মধ্যে কিছুটা হলেও এই বিষয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে সেই ক্ষোভের আগুনকে বাড়িয়ে দিতে পাল্টা মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তারা মতুয়াদের ভোট নিজেদের দিকে আনতে বিজেপির বিরুদ্ধে ক্রমশ প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ তুলতে শুরু করেছেন। তবে সাম্প্রতিক কালে অমিত শাহ রাজ্যে এসে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলে আবার প্রতিশ্রুতি দিয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে এই 70 টি আসনে যখন মতুয়াদের প্রভাব রয়েছে, তখন এই সমস্ত আসনগুলোতে কী হবে, তা নিয়ে চর্চা ক্রমশ বাড়তে শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, একদিকে বিজেপির লক্ষ্য গত লোকসভা নির্বাচনের মতই মতুয়াদের সমর্থন পেয়ে সাফল্য লাভ করা। কিন্তু বিজেপির সেই চেষ্টা কতটা সার্থক হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা প্রতিশ্রুতি দিয়েও বিজেপির পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি বলে অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

তবে অন্যদিকে তৃণমূল এই বিষয়টিকে তুলে ধরে মতুয়াদের মধ্যে প্রচার চালালেও, এই সম্প্রদায়ের মানুষেরা ঘাসফুল শিবিরের প্রতি কতটা আস্থা রাখবে, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। আর এই সমস্ত নয়া সমীকরণের উপর ভিত্তি করে রাজ্যের সত্তরটি বিধানসভা নির্বাচনে মতুয়াদের সমর্থন এখন রীতিমত নির্ণায়ক শক্তি হয়ে যেতে চলেছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!