এখন পড়ছেন
হোম > জাতীয় > পেনশনভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সুখবর

পেনশনভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সুখবর

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক তথা শিক্ষাকর্মীদের পেনশনকাঠামো সংস্কার করার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। সপ্তম বেতন কমিশনের নিয়মের আওতায় থেকেই এই পরিবর্তন আনা হবে। গত বছরের অক্টোবর মাসেই এই সংস্কারের ইঙ্গিত দিয়েছিলো কেন্দ্র। সেটাতেই শীলমোহর পড়তে চলছে এবার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাবাড়েকর ট্যুইটারে একটি পোষ্ট লিখে জানান যে, এই সংস্কারের ফল ভোগ করতে চলেছে ১১৮ টি আইআইটি এবং আইআইএমের মতো কেন্দ্রীয় প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান। সুযোগ পেতে চলেছেন ৩২৯ টি রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয় এবং ১২০০ টি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এছাড়া সাহায্যের আওতায় আসছেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের পেনশন পাওয়া প্রায় ২৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী। তাঁরা প্রায় ৬ হাজার থেকে ২৩ হাজার টাকার সুবিধা পেতে চলেছেন। পরিসংখ্যান বলছে,মোট প্রায় ২৩ লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন। এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই হই চই পড়ে গেছে গোটা দেশের শিক্ষামহলে। কতদিন এই সংস্কার কার্যকর হয়, আপাতত সেদিকেই চোখ শিক্ষাকর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!