এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের লক্ষে বেতন কমিশন নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, অন্ধকারে রাজ্য

ভোটের লক্ষে বেতন কমিশন নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, অন্ধকারে রাজ্য

লোকসভা ভোটের মরশুমেই রাজ্যের সরকারি কর্মীদের খুশির খবর আসার সম্ভাবনা তৈরি হতে হয়েছে। সরকারি কর্মচারীদের বেতনের পরিবর্তন এনে আমজনতার মন জিততে উদ্যোগী রাজ্যসরকার। তবে সমস্যা রয়েছে এক জায়গায়। এখনও সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম বেতন বৃদ্ধি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। এ নিয়ে অসন্তোষ দানা বাঁধছে কেন্দ্রের সরকারি কর্মচারীদের মধ্যে। কেন্দ্র এ ব্যাপারে সিদ্ধান্ত নিলেও মুখে হাসি ফুটবে ৫০ লক্ষেরও বেশি সরকারি কর্মচারীদের। পুজোর পর এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এ বছর শেষ হলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। আশায় বুক বাঁধছে এ রাজ্যের কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।

এরমধ্যে উত্তরপ্রদেশ,ওড়িশা সহ একাধিক রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এখনো মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। যার জন্য ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে। পড়শি রাজ্য ওড়িশাতে লক্ষাধিক ব্লক শিক্ষকের বেতন বাড়তে চলেছে। এটি খুব শীর্ঘ্রই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ওদিকে,উত্তরপ্রদেশ সরকার তাদের কর্মচারীদের ডিএ ঘোষণা করতে চলেছে এ মাসেই। এরসঙ্গে দেওয়ালির বোনাসও পকেটে আসতে পারে সরকারি কর্মচারীদের। এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটা কার্যকর হলে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মচারীরা। পাশাপাশি হরিয়ানা সরকারের তরফ থেকেও সরকারি কর্মচারীদের ২% ডিএ বৃদ্ধির ঘোষণা সম্ভাবনা রয়েছে। ১ লা জুলাই এটি কার্যকর হতে পারে বলেই জানা গিয়েছে।

এই প্রেক্ষিতে চাপে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে ইতিবাচক পদক্ষেপ না নিলে সরকারী কর্মচারীদের ভোটগুলো হাতছাড়া হতে পারে। এই আশঙ্কা করেই সপ্তম বেতন কমিশন নিয়ে খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলেই আশ্বাস দিলেন তিনি। তবে রাজ্যসরকারের সিদ্ধান্ত নির্ভর করছে কেন্দ্রের উপর। এখন কতদিনে রাজ্যের কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে,সেদিকেই নজর রয়েছে আমজনতার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!