এখন পড়ছেন
হোম > জাতীয় > “৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন,১০০ শতাংশ ঘরে বিদ্যুৎ।” স্বাধীনতাদিবসে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

“৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন,১০০ শতাংশ ঘরে বিদ্যুৎ।” স্বাধীনতাদিবসে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের দিনে দেশবাসীর কাছে ঢালাও প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে গতিশক্তি প্রকল্প। গতিশক্তি স্থানীয় উৎপাদকদের আন্তর্জাতিক ক্ষেত্রে লড়াইয়ের যোগ্য করে তুলতে সহায়তা করবে। নতুন ভবিষ্যৎ, আর্থিক অঞ্চলের সম্ভাবনার উন্নয়ন করবে। গতিশক্তি প্রকল্প তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে। পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা গ্রহণ করবে।

প্রধানমন্ত্রী জানালেন, স্বাধীনতার অমৃত মহোৎসবে ৭৫ সপ্তাহে ৭৫ টি বন্দেভারত ট্রেন দেশের সমস্ত প্রান্তকে যুক্ত করবে। তিনি জানালেন, পিএম গতিশক্তি প্ল্যান চালু হতে চলেছে। ১০০ লক্ষ কোটি টাকার জাতীয় পরিকাঠামোর মাস্টারপ্ল্যান হলো এই পিএম গতিশক্তি প্রকল্প। দেশের সামগ্রিক পরিস্থিতি গঠন ও দেশের অর্থনৈতিক সুসংহত রূপ দেওয়া সম্ভব হবে এই প্রকল্পের দ্বারা।

প্রধানমন্ত্রী জানালেন, দেশকে নিশ্চিত করতে হবে যে, দলিত, অনগ্রসর শ্রেণি এগিয়ে যেতে পারছে। চিকিৎসা ও শিক্ষায় ওবিসি সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে। ওবিসি তালিকা এখন রাজ্যগুলির দ্বারা তৈরি করা যেতে পারে। উন্নয়নের ব্যাপারটি নিশ্চিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হওয়া প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাসপাতালে নতুন অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। স্বাস্থ্য পরিষেবার উপরে বিশেষ নজর দেয়া হবে। উত্তর-পূর্বে দ্রুত রেল যোগাযোগ তৈরি করা হবে। আগামী ২৫ বছর সময় হল অমৃতকাল। কৃষকদের পাশে থাকবে সরকার। বিজ্ঞান ভিত্তিক কৃষির উপর জোর দেয়া হবে। কম সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ওষুধের দাম কম করার ব্যবস্থা করা হবে। সবার জন্য উজ্জ্বলা থেকে আয়ুষ্মান যোজনার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এটাই হলো সরকারের কাজ করার উপযুক্ত সময়। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াসে এই লক্ষ্যে পৌঁছাতে দেরি হবে না। উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পর্যটনের ওপর জোর দেয়া হবে।

তিনি জানান, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, ১০০ শতাংশ ঘরে বিদ্যুৎ ও গ্রাম, শহরের মধ্যে কোন পার্থক্য থাকবে না। রাস্তা, বিদ্যুতের মতো সুবিধাগুলি গ্রামগুলিতে পৌঁছে গিয়েছে। এখন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গ্রামগুলিকে তথ্যের ক্ষমতা দিতে সাহায্য করছে। গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে ইন্টারনেট পরিষেবা। গ্রামে শুরু হয়েছে ডিজিটাল উদ্যোগ। তিনি জানালেন, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!