এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “9 বছর ধরে মমতা সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করেছেন বিস্ফোরক বিজেপি নেতা

“9 বছর ধরে মমতা সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করেছেন বিস্ফোরক বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন বাংলার দরজায় কড়া নাড়ছে। আর তার আগে জোর তৎপরতা শুরু করে দিয়েছে বাংলার রাজনৈতিক দলগুলি। আগামী বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মাটিকে নিজেদের করে তুলতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের প্রতিটি দল। একাধারে যেরকম গেরুয়া শিবির জোরদার তৎপরতা গ্রহণ করছে সংগঠন বাড়ানোর জন্য, একইভাবে তৃণমূল শিবিরের পক্ষ থেকেও তৎপরতা গ্রহণ করা হয়েছে মসনদ দখলের উদ্দেশ্যে।

আর এবার গেরুয়া শিবির থেকে সোজাসুজি সংখ্যালঘু তাস খেলা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের সর্বত্র বিজেপি হিন্দুত্ববাদী দল হিসাবে পরিচিত। কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই তকমা ঘোচাতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। আর সে কারণেই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ-সভাপতি কাসেম আলী। তিনি এদিন রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের প্রতি হওয়া অন্যায়-অবিচারের বিরুদ্ধে মুখ খুলেছেন।

আর সে ক্ষেত্রে তিনি কংগ্রেস থেকে শুরু করে সিপিএম হয়ে হালের তৃণমূল সরকারকে একের পর এক আক্রমণ করে গেছেন। প্রত্যেকেই যে রাজ্যের সংখ্যালঘু পরিবারগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে সে কথা বলেন তিনি। আর তাই সংখ্যালঘু সর্বস্তরের বুথে এবার কর্মী নিয়োগ করেছে বিজেপি। এদিন কাসেম আলী জানিয়েছেন, সংখ্যালঘু কর্মীদের বুথে নিয়োগ করার পাশাপাশি বুথ সদস্য হিসেবেও তৈরি করা হচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রাজ্যে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা তুলে নিচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত করেছেন কাসেম আলী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমান তৃণমূল সরকার প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে কোন উন্নয়ন করেনি সে ব্যাপারে তীব্র কটাক্ষ করেন এদিন কাসেম আলী। তিনি বলেন ইমাম ভাতা দিয়ে মুসলমানদের উন্নয়ন করা সম্ভব নয়। আর এক্ষেত্রে তিনি জোর দিয়েছেন কর্মসংস্থান এর ওপর। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের সাথে কথা হয়েছে তাঁর। সব মিলিয়ে বলা যায়, বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপি মুসলিম সমাজকে পাশে পেতে জোরদার প্রস্তুতি নিচ্ছে।

পাশাপাশিবাংলার আদিবাসী সমাজকে কাছে টানতে বিজেপি যেমন উদ্যোগী হয়েছে, ঠিক সেভাবেই এবার সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিয়ে ভোটব্যাংক বাড়ানোর উদ্দেশ্যে নেমেছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বরাবরই দেখা গেছে তিনি সংখ্যালঘুদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। এই নিয়ে তাঁকে শুনতে হয়েছে তিনি মুসলিম তোষণকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইমাম ভাতা চালু করেছেন, তাই নিয়েও বিরোধী শিবিরের তীব্র সমালোচনা হয়। কিন্তু এবার বিজেপি বাংলার মসনদ দখলে সংখ্যালঘুদের গুরুত্ব অনুধাবন করেছেন। আর তাই তাঁরা সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!