এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বেচ্ছামৃত্যুর আবেদন বিজেপি শাসিত রাজ্যের ৯১ কৃষকের, সরগরম জাতীয় রাজনীতি

স্বেচ্ছামৃত্যুর আবেদন বিজেপি শাসিত রাজ্যের ৯১ কৃষকের, সরগরম জাতীয় রাজনীতি

বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে একসাথে ৯১ জন কৃষক রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের কাছে চিঠি লিখে স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন। যা নিয়ে রীতিমত শোরগোল পরে গেছে জাতীয় রাজনীতিতে। মহারাষ্ট্রে বহুদিন ধরেই কৃষকদের অবস্থা শোচনীয়, তার উপরে বিগত বেশ কয়েক বছরে রাজ্যে খরা পরিস্থিতি থাকায় অবস্থা আরও সঙ্গীন হয়েছে। ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা, জুটছে না ক্ষতিপূরণের টাকাও – আর তাই সব মিইয়ে এবার স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে চান তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, কিছুদিন আগেই ৫০ হাজার কৃষক পদযাত্রা করে মুম্বইয়ে গিয়ে বিক্ষোভ দেখিয়ে আসেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের আশ্বাসে বিক্ষোভ থামলেও, অভিযোগ এখনো সরকার বিশেষ কিছুই করেনি কৃষকদের জন্য। সামনের বছর লোকসভা ভোট, নিজেদের ‘কৃষক-বন্ধু’ প্রমানে এবারের বাজেটে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও মহারাষ্ট্রের এই কৃষক বিক্ষোভ এবং একসাথে এত কৃষকের স্বেচ্ছামৃত্যুর আবেদন গেরুয়া শিবিরকে যথেষ্ট চাপে রাখছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!