এখন পড়ছেন
হোম > জাতীয় > দীর্ঘদিনের দাবি মিটিয়ে ছিটমহলবাসীর জন্য বড়সড় ঘোষণা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

দীর্ঘদিনের দাবি মিটিয়ে ছিটমহলবাসীর জন্য বড়সড় ঘোষণা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

অবশেষে কোচবিহারের ছিটমহল বাসিন্দাদের দাবি পূরণে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2011 সালে রাজ্যে পালাবদলের পরেই এই ছিটমহলের জমি হস্তান্তর করার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের ছিটমহলগুলোর যে জমি ছিল তা দু’বছর আগেই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্রের বিজেপি সরকার। তবে ছিটগুলি ভারতের অন্তর্ভুক্ত হলেও সেখানকার বাসিন্দারা তাদের বাস্তু জমির মালিকানা থেকে বঞ্চিত ছিলেন। ফলে সেই জমি পাকাপাকিভাবে কবে তাদের হাতে আসবে তা নিয়ে সংশয় ছিলেন এখানকার মানুষেরা।

এদিকে এই ব্যাপারে রাজ্য সরকার সঠিক দৃষ্টিভঙ্গি দিচ্ছে না বলে প্রতি নির্বাচনেই সেই ছিটমহলবাসীদের আবেগ উস্কে দিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগত গেরুয়া শিবির। অবশেষে সেই রাজ্য সরকারের এক অভিনব সিদ্ধান্তে বিজেপির বাড়া ভাতে ছাই পড়তে চলেছে বলে মত বিশেষজ্ঞ মহলের।

উল্লেখ্য, সম্প্রতি কোচবিহার জেলা সফরে গিয়ে সেখানকার ছিটমহলবাসীদের জমির অধিকার দেওয়ার ব্যাপারে আশার বাণী শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই ছিটমহল বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী জমির অধিকার দেওয়ার ছাড়পত্র মিলেছে।

সূত্রের খবর, আগামী 16 ই নভেম্বর থেকে শুরু হওয়া রাজ্য বিধানসভার অধিবেশনেই এই বিষয়ে একটি সংসদীয় বিল আনবে রাজ্য সরকার। আর গতকাল রাজ্য মন্ত্রিসভার থেকে এই বিষয়ে ছাড়পত্র মেলায় খুশির হাওয়া সেই কোচবিহারের ছিটমহলের বাসিন্দাদের মধ্যে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এ এক মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিষয়টিকে নিয়ে এতদিন ভোটব্যাঙ্কের রাজনীতি করতো গেরুয়া শিবির, এদিন সেই বিষয়টিতেও ইতি টেনে কোচবিহার জেলার আপামর ছিটমহলবাসীর মন জয় করার চেষ্টা করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!