এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মহাযুদ্ধে বুথস্তরেই বিজেপিকে হারিয়ে বড়সড় জয় পাবার পরিকল্পনা তৃণমূলের

একুশের মহাযুদ্ধে বুথস্তরেই বিজেপিকে হারিয়ে বড়সড় জয় পাবার পরিকল্পনা তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর নির্বাচন তৃণমূলের কাছে অত্যন্ত চাপের। কেননা গত লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি বাংলায় তাদের উত্থান ঘটেছে এবং তারপর যেভাবে তারা 2021 কে পাখির চোখ করেছে, তাতে তৃণমূল বিজেপির প্রভাব মুক্ত করতে রীতিমত মরিয়া। তবে বিজেপি যেমন 2021 এ ভালো ফল করতে বুথস্তরের সংগঠনের ওপর জোর দিয়েছে, ঠিক তেমনই এতদিন রাজ্যের শাসকদলের ক্ষমতায় তৃণমূল থাকলেও, সংগঠনকে শক্তিশালী করতে এবার বুথের উপর সবথেকে বেশি নজর দিতে দেখা যাচ্ছে তাদের।

সূত্রের খবর, এদিন পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের একটি বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই জেলা সভাপতি অজিত মাইতি সকলকে নির্দেশ দেন, এবার সব থেকে বেশি জোর দিতে হবে বুথের সংগঠন তৈরির ওপর। অর্থাৎ বিজেপি যেভাবে জনমানসে মিশতে শুরু করেছে, তাতে বুথ স্তরে মানুষের কাছে এখন থেকেই না গেলে ভবিষ্যতে যে ভালো ফল করা যাবে না, তা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস।

আর তাই জেলা সভাপতি এই নির্দেশ দিয়ে বিজেপিকে কোণঠাসা করতে বুথস্তরের সংগঠনের ওপর সবথেকে বেশি নজর দেওয়ার নির্দেশ দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “দলের কর্মসূচিগুলো পালনে যেন কোনো ঘাটতি না থাকে।” অর্থাৎ সোমবার থেকে তৃণমূলের লাগাতার কর্মসূচি রয়েছে। আর সেই কর্মসূচি যাতে বুথের উপর সবথেকে বেশি প্রভাব ফেলে, তার জন্যই জেলা সভাপতি এই নির্দেশ দিয়ে রাখলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় কর্মীদের উৎসাহিত করে এদিন তিনি আরও বলেন, “করোনার বিরুদ্ধে আপনারা যে যেখানে যেভাবে পেরেছেন, লড়াই করেছেন। এত ঝুঁকি নিয়ে লড়াই আর অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীরা করেনি। এবার দলের প্রতিবাদ কর্মসূচিগুলোও ভালোভাবে পালন করতে হবে। সোমবার থেকে আমার ছেলেরা পথে নামবে। কিন্তু আমরা ধ্বংসাত্মক আন্দোলনে যাব না। স্রেফ প্রতিবাদ, প্রতিবাদ আর প্রতিবাদ হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা ভোটে মেদিনীপুরে তৃণমূলের ভরাডুবি হয়েছিল। একসময় যে মেদিনীপুর থেকে তৃণমূল তাদের ভোটব্যাঙ্ক বাড়িয়েছিল, এখন সেই মেদিনীপুরে তাদের অবস্থা খুব একটা ভালো নয়। বিজেপির প্রভাব দিনকে দিন বাড়ছে। তাই এই পরিস্থিতিতে সোমবার থেকে তৃণমূলের যে কর্মসূচি শুরু হচ্ছে, সেখানে বিজেপিকে কুপোকাত করতে বুথে বুথে যাতে সমস্ত কর্মসূচি সঠিকভাবে পালন করা যায়, তার জন্য অজিত মাইতি এই নির্দেশ দিয়ে রাখলেন।

অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচির মধ্য দিয়ে বিজেপির প্রভাব মুক্ত করতে বুথকেই যে সবথেকে বেশি টার্গেট করতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন তৃণমূল এই কর্মসূচির মাধ্যমে বুথস্তরের সংগঠনকে চাঙ্গা করতে চাইলেও, তারা বিজেপির প্রভাব কতটা মুক্ত করতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!