এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি বিধায়ক খুনে অভিযুক্তের বিরুদ্ধে চরম প্রতিশোধ! এনকাউন্টারে উড়িয়ে দিল যোগীর পুলিশ!

বিজেপি বিধায়ক খুনে অভিযুক্তের বিরুদ্ধে চরম প্রতিশোধ! এনকাউন্টারে উড়িয়ে দিল যোগীর পুলিশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ফের এনকাউন্টারের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। জানা যায়, 15 বছর আগে এক বিজেপি বিধায়কের খুন করার অভিযোগ উঠেছিল রাকেশ পান্ডে নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। এবার তাকে এনকাউন্টার করে খতম করল উত্তরপ্রদেশ পুলিশ। স্বাভাবিক ভাবেই এখন গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2005 সালের 29 নভেম্বর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণানন্দ রাই সহ আরও ছয় জনকে খুন করা হয়।

যেখানে অভিযোগ ওঠে রাকেশ পান্ডে, মুক্তার আনসারী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। আর এর পরেই এই ঘটনার তদন্ত তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। যার পরিপ্রেক্ষিতে মুখতার আনসারী সহ বেশ কয়েকজনকে বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা শুরু হয়েছিল। পরবর্তীতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মূল অভিযুক্ত রাকেশ পান্ডেকে এতদিন পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সম্প্রতি উত্তরপ্রদেশের মউ জেলার বাসিন্দা রাকেশ পান্ডের মাথার দাম 1 লক্ষ টাকা রাখা হয়েছিল। আর এবার উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্কফোর্সের পক্ষ থেকে সেই রাকেশ পান্ডেকে এনকাউন্টারে মারা হল। সূত্রের খবর, রবিবার লখনৌয়ের সরোজিনী নগরী পুলিশ স্টেশনের কাছে তাকে এনকাউন্টারে মারা হয়।

এদিন এই প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল অমিতাভ যশ বলেন, “সরোজিনী নগর পুলিশ স্টেশনের কাছে পুলিশের সঙ্গে এনকাউন্টার হয় রাকেশ পান্ডের। আগে থেকে পুলিশের কাছে খবর ছিল। সেই খবর অনুযায়ী তৈরি ছিল পুলিশ। এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন রাকেশ পান্ডে।” সব মিলিয়ে এবার বিধায়ক সহ অন্যান্যদের খুনের ঘটনায় এনকাউন্টার করে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে খতম করা হল রাকেশ পান্ডেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!