এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, কলকাতা থেকে সরানো হচ্ছে দুর্লভ সংস্থা!

ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, কলকাতা থেকে সরানো হচ্ছে দুর্লভ সংস্থা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একের পর এক গুরুত্বপূর্ণ কোম্পানি কলকাতা থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে কিছুদিন আগেই সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। যেখানে কাঁচামাল সরবরাহকারী বিভাগ কলকাতা থেকে নিয়ে যাওয়ার তৎপরতা দেখাতে শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। আর তারপরেই এই ব্যাপারে চিঠি দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে রাজ্য। যা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ শুরু হয়েছে। আর তার মাঝেই এবার কলকাতা থেকে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সদর দপ্তর সরিয়ে নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ল। জানা গেছে, অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সদর দপ্তর রাজ্য থেকে সরিয়ে নেওয়া হতে পারে। স্বভাবতই এই খবর সামনে আসার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলতে শুরু করেছে একাংশ। ইতিমধ্যেই এই গোটা বিষয়টিকে নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গোটা দেশজুড়ে মোট 41 টি অস্ত্র কারখানা রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে 4 টি অস্ত্র কারখানা রয়েছে। মূলত এই 41 টি অস্ত্র কারখানা নিয়ন্ত্রণ করে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড। যার সদরদপ্তর রয়েছে কলকাতায়। কিন্তু সম্প্রতি একটি নিয়ম এনেছে মোদী সরকার। যেখানে অস্ত্র কারখানাগুলোকে বাণিজ্যিক দৃষ্টিতে চালানোর পরিকল্পনা করেছে তারা। যার ফলে এই বোর্ডকে সাতটি নিগমের মধ্যে দিয়ে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে।

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

 

পর্যবেক্ষকদের মতে, বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে বলে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ ভয়াবহ আকার ধারণ করে। যেখানে সেলের দপ্তর কলকাতা থেকে সরানো নিয়ে কেন্দ্রের কাছে প্রতিবাদ জানিয়ে একটি চিঠি লেখেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। আর এবার অর্ডন্যান্স ফ্যাক্টরি দপ্তর কলকাতা থেকে সরানোর জল্পনা শুরু হতেই নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করল ঘাসফুল শিবির।

তাদের দাবি, এই করে একসময় ভারতবর্ষের রাজধানী থাকা কলকাতাকে পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের মোদী সরকার বাংলা ও বাঙালিকে সহ্য করতে পারে না। তাই অর্ডন্যান্স ফ্যাক্টরির মত মহামূল্যবান দপ্তর কলকাতা থেকে সরানোর পরিকল্পনা নিয়েছে তারা। কিন্তু বাংলা এই চক্রান্ত ব্যর্থ করবেই। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের পরিকল্পনার বিরুদ্ধে এবার রাজ্যের পক্ষ থেকে প্রতিবাদের সুর যে আরও বেশি করে চওড়া হবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!